Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি সদর থানা শাখা গঠন

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির নারায়নগঞ্জ সদর থানা শাখা গঠন করা হয়েছে। গতকাল সকাল ১০টায় সদর থানা কার্যলয়ে মুফতি ইউসুফ সরকারকে আমীর, মাওলানা মুফতি আজহারুল হক আরিফিনকে নায়েবে আমীর ও হাফেজ মাওলানা রহমত উল্লাহকে সাধারণ সম্পাদক করে ৫১সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। 

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটির আমীর আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী। এসময় কেন্দ্রী ও স্থানী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব আতিকুর রহমান নান্নু মুন্সী বলেন, অনৈসলামিক কার্যকলাপ প্রতিরোধ কমিটি কোন রাজনৈতিক দল নয়। এটি ইসলামের পক্ষে এবং বাতিলের বিরুদ্ধে কাজ করে। ইসলামের পক্ষে কাজ করতে গিয়ে আল্লাহ ছাড়া আর আমরা কাউকে ভয় পায়না।
যারা ইসলামের বিরুদ্ধে কথা বলেন, ইসলামের নাম ভাঙ্গিয়ে ভন্ডামী করেন তাদের বিরুদ্ধে আমরা আছি, ইসলামের পক্ষে কাজ করব। কোন হানা হানি মরামারি আমরা পছন্দ করিনা। ইসলাম শান্তির ধর্ম। তবে কেউ কথা না শুনলে তাদের আমরা ছাড়ব না।
নব নির্বাচিত কমিটি সদস্যদের কোন ভেদাভেদ না করে ইসলামের পক্ষে শান্তিপূর্ণ ভাবে কাজ করার আহŸান জানান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ