Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিল-স্বাক্ষর জাল করা প্রতারক গ্রেফতার

কেরানীগঞ্জ (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৩ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান ও নাজির মোহাম্মদ মজিরুল হকের সিল ও স্বাক্ষর জাল করার অপরাধে মো. শাহআলম (৪৫) নামে এক প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ।
নাজির মোহাম্মদ মজিরুল হক বলেন, গতকাল দুপুরে প্রতারক শাহআলম আমার অফিসে আসে। এ সময় সে একটি কাজের জন্য নামজারীর পর্চা আমার কাছে জমা দেয়। এই জমাকৃত পর্চায় আমার ও ভ‚মি কমশিনার রাকিব হাসানের স্বাক্ষর ও সিল সন্দেহ হলে পর্চাটি আমি কমিশনার স্যারের কাছে নিয়ে যাই। তিনি তার স্বাক্ষর ও সিল জাল করা হয়েছে বলে নিশ্চিত হন। পরে তিনি প্রতারক শাহ আলমকে পুলিশের হাতে সোপর্দ করেন। নাজির মোহাম্মদ মজিরুল হক বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা করেছেন। প্রতারক শাহআলমের বাবার নাম আজমান মিয়া। তার বাড়ি দক্ষিণ কেরানীগঞ্জ থানার কোন্ডা ইউনিয়নের বীর বাঘৈর গ্রামে। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাকিব হাসান বলেন, আমার অফিসে জাল জালিয়াতি করে কেউ ছাড় পাবে না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ