Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ আটক ২

| প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) উপজেলা সংবাদদাতা : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের হাজারবিঘী চাঁদপুর বকরী বাজার এলাকার একটি আম বাগানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্রসহ দুইজনকে আটক করেছে র‌্যাব। আটককৃতরা হল- শাহবাজপুর ইউনিয়নের আজমতপুর রিফুজিপাড়ার ফিরোজ আহম্মেদের ছেলে জমিন আলী (৩০) ও মৃত সেতাব উদ্দিনের ছেলে রুবেল হোসেন (২৩)।
র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রন লীডার মোহাম্মদ সাঈদ আব্দুল্লাহ আল-মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে হাজারবিঘী চাঁদপুর বকরী বাজার এলাকার একটি আম বাগানে অভিযান পরিচালনা করে জমিন ও রুবেলকে আটক করা হয়। এসময় তাদের দেহ তল্লাশী করে দুটি পিস্তুল, চারটি ম্যাগাজিন জব্দ করা হয়। এঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ