বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নোয়াখালী ব্যুরো ঃ ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় হাতিয়া উপজেলা এলাকা থেকে দেবব্রত দাস (৪২) নামের এক স্কুল শিক্ষককে আটক করেছে পুলিশ। এরআগে অভিযুক্ত শিক্ষককে আটকের দাবিতে মানববন্ধন করে স্থানীয় এলাকাবাসী। গতকাল বুধবার সকালে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে তথ্য প্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করে। আটককৃত দেবব্রত দাস হাতিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সুবল দাসের ছেলে। সে স্থানীয় চৌমুহনী উচ্চ বিদ্যালয়ের হিন্দু ধর্ম বিষয়ের সহকারি শিক্ষক।
স্থানীয় ও মামলা সূত্রে জানা গেছে, স্কুল শিক্ষক দেবব্রত দাস তার নিজের ফেইসবুক আইডিতে গত ১৫ ও ২৮ অক্টোবর দুই দফা ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মে নারী অধিকার নিয়ে কটুক্তিপূর্ণ পোস্ট করেন। পরে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা এঘটনার প্রতিবাদ করে এবং ৩১ অক্টোবর দুপুরে স্থানীয় চৌমুহনী বাজারে শিক্ষক দেবব্রত দাসকে দ্রæত আটক ও ঘটনার সুষ্ঠ বিচারের দাবীতে মানববন্ধন করে। পরে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে পুলিশ অভিযান চালিয়ে হাতিয়া উপজেলা পরিষদের সামনে থেকে অভিযুক্ত দেবব্রত দাসকে আটক করে।হাতিয়া থানার ওসি মো. কামরুজ্জামান সিকদার আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ইসলাম ধর্ম নিয়ে কটুক্তি করায় আটককৃত শিক্ষকের বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।
নীলফামারীতে ট্রাক চাপায় নিহত ১
নীলফামারী সংবাদদাতা ঃ নীলফামারীতে ট্রাক-ভ্যানের সংঘর্ষে নাইম ইসলাম (১২) নামে এক মাদরাসা ছাত্র নিহত হয়েছে। গতকাল বুধবার দুপুরে সদর উপজেলার নীরফামারী-সৈয়দপুর মহাসড়কের কাজীরহাট নামকস্থানে দুর্ঘটনাটি ঘটে। নিহত নাইম ইসলাম সদর উপজেলার সংগলশী খামাতপাড়া গ্রামের রমজান আলীর ছেলে ও সংগলমী হাজীপাড়া মাদরাসার ষষ্ঠ শ্রেনীর ছাত্র । প্রত্যাক্ষদর্শীরা জানায়, সৈয়দপুর থেকে ঢাকা মেট্রো ট-১৬২৯৪০ নম্বরের একটি ট্রাক কাজীরহাট নামকস্থানে পিছন থেকে ভ্যানে ধাক্কা মারলে ভ্যানে থাকা নাইম পড়ে গেলে তার মাথার উপর দিয়ে ট্রাকটি চলে গেলে চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।