Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাত্রদল সভাপতি ও সাঃ সম্পাদকের বাসায় হামলা নেত্রকোনায় বিএনপি অফিসে হামলা ভাঙচুর

| প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

নেত্রকোনা জেলা সংবাদদাতা ঃ গত মঙ্গলবার রাতে নেত্রকোনা জেলা বিএনপি অফিস, জেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাসায় হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ হামলার জন্য ছাত্রদল নেতৃবৃন্দ ছাত্রলীগ নেতাকর্মীদের দায়ী করলেও ছাত্রলীগ বলছে এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের বহিঃপ্রকাশ। জেলা ছাত্রদলের নেতাকর্মীদের অভিযোগ, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী’র নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্থানীয় দত্ত উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে পৌরসভার মোড়ে শেষ করে। ছাত্রদলের মিছিলের প্রতিবাদে ছাত্রলীগের কিছু সংখ্যক নেতাকর্মী রাত সাড়ে আটটার দিকে জেলা শহরে মিছিল বের করে ছোট বাজারস্থ বিএনপি অফিসে হামলা চালায়। হামলাকারীরা এ সময় অফিসের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে চেয়ার টেবিল ভাঙচুর করে বাইরে ফেলে তাতে আগুন দেয়। পরে হামলাকারীরা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু’র নাগড়ায় বাসা ও সাধারণ সম্পাদক অনিক মাহবুব চৌধুরী’র মোক্তারপাড়াস্থ কো-অপারেটিভ ব্যাংক সংলগ্ন বাসায় হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে। নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি ফরিদ হোসেন বাবু ও সাধারণ সম্পাদক অনীক মাহবুব চৌধুরী সাথে যোগাযোগ করলে তারা বলেন, আমরা শান্তিপূর্ণভাবে মিছিল করেছি। ছাত্রলীগের নেতাকর্মীরা দলীয় অফিস ও আমাদের বাসায় হামলা চালিয়ে ভাংচুর করেছে। এ ব্যাপারে নেত্রকোনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিউল আউয়াল শাওনের সাথে যোগাযোগ করলে তিনি জানান, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলের কারণে এ সব ঘটনা ঘটেছে। আমাদের কোন নেতাকর্মী এতে জড়িত নয়। আমরা নেত্রকোনার পরিবেশ স্থিতিশীল রাখতে চাই। নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ আমীর তৈমুর ইলী বলেন, কতিপয় দুস্কৃতিকারী এ সমস্ত ঘটনা ঘটিয়েছে। আমি ঘটনাস্থল পরিদর্শণ করেছি। কে বা কারা কেন এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। নেত্রকোনা জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সাধারণ সম্পাদক ড্যাব নেতা অধ্যাপক ডাঃ আনোয়ারুল হক, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের তালুকদার ও সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান মহমিন এ ন্যাক্কার জনক নগ্ন হামলা ও ভাংচুরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানান।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ