Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের বিতর্কিত কর্মকান্ডে জাবি ছাত্রলীগ

| প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাবি সংবাদদাতা : আবারও বিতর্কিত কর্মকান্ডে জাড়িয়ে পড়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। এবার হলে ডেকে ২ শিক্ষার্থীকে রাতভর নির্যাতন ও দু-গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নির্যাতনের শিকার শিক্ষার্থীরা হলেন বিশ^বিদ্যালয়ের আইন ও বিচার বিভাগের ৪র্থ বর্ষের মো. আকিব আহমেদ ও নৃবিজ্ঞান বিভাগের মাসুম। তারা উভয়ে শহীদ সালাম বরকত হলের আবাসিক শিক্ষার্থী ও ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। অপরদিকে শহীদ রফিক-জব্বার হলের জুুনিয়র ছাত্রলীগ কর্মীর গ্রুপ পরিবর্তনের ঘটনাকে কেন্দ্র করে গত মঙ্গলবার রাত সাড়ে ১০টায় দেশীয় অস্ত্রের মহড়া দিয়ে দু-গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ছাত্রলীগ নেতার বরাত দিয়ে জানা যায়, নির্যাতিত ঐ দুই শিক্ষার্থী আগে সাধারণ সম্পাদক আবু সুফিয়ান চঞ্চলের অনুসারী ছিল। কিন্তু সম্প্রতি তারা সম্পাদকের আচরণে অতিষ্ঠ হয়ে বিশ^কবি রবীন্দ্রনাথ ঠাকুর হলে ওঠে সভাপতির গ্রুপের রাজনীতি করতে আগ্রহ প্রকাশ করে। বিষয়টি জেনে সাধারণ সম্পাদক তাদেরকে হলে ডেকে নিয়ে বেধড়ক মারধর করে। মারধরের এক পর্যায়ে তারা জ্ঞান হারিয়ে ফেললে তাদের দু’জনকে হলের এক রুমে আবদ্ধ করে রাখে। এদিকে শহীদ রফিজ জব্বার হলের নৃবিজ্ঞান বিভাগের ৪৬ তম আবর্তনের ধ্রুব নামের এক ছাত্রলীগ কর্মী সাধারণ সম্পাদকের গ্রুপের রাজনীতি করলেও বর্তমানে সে সভাপতি গ্রুপের সাথে যোগাযোগ করে চলছে। এমন অভিযোগে ধ্রুবকে সম্পাদকের গ্রুপের ফাইজা (নৃবিজ্ঞান-৪৫) ও রমিম (প্রতœতত্ত¡-৪৫) মানসিকভাবে নির্যাতন করে। এ ঘটনার জানাজানি হলে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে তারা হলের ভিতরেই দেশী অস্ত্র নিয়ে মহড়া দেয়। এতে হলের সাধারণ শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে সিনিয়ার নেতারা এসে উভয় পক্ষকে থামিয়ে দেয়।
নির্যাতনের বিষয়ে জানতে চেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীদের সাথে যোগাযোগ করা হলে তারা ‘সাংবাকিদের সাথে কথা বলতে অপারগতা স্বীকার করেন’।
এ বিষয়ে জানতে চাইলে শাখা ছাত্রলীগের সাধারণ আবু সুফিয়ান চঞ্চল বলেন, ‘ছাত্রলীগের দ্বারা আমারই হলে এমন নির্যাতনের ঘটনা ঘটেছে এমনটা আমি এখনো শুনিনি। তবে খোঁজ নিয়ে দেখবো। ঘটনাটি সত্য হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’ এ বিষয়ে শাখা ছাত্রলীগের সভাপতি মো. জুয়েল রানা বলেন, ‘নির্যাতনের বিষয়ে আমি কিছু জানিনা। তবে বিষটি আমি খতিয়ে দেখবো।’ রফিক জব্বার হলের ধাওয়া পাল্ট ধাওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এটা জুনিয়র কর্মীদের ভুল বুঝাবুঝি ছিল। কিন্তু সিনিয়র নেতা গিয়ে সেটার শান্তিপূর্ণ সমাধান করেছে। ’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ