Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ওঠা-নামায় রেকর্ড

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

অক্টোবর মাসে চট্টগ্রাম বন্দরে রেকর্ড সংখ্যক কন্টেইনার ওঠা-নামা হয়েছে। ওই মাসে ২ লাখ ৩৬ হাজার ৪১৫ টিইইউএস আমদানি-রফতানি পণ্যবাহী কন্টেইনার হ্যান্ডলিং হয়। বন্দরের ইতিহাসে এটি একমাসে সর্বোচ্চ সংখ্যক কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব ওমর ফারুক জানান, বন্দরে গত মাসে যত সংখ্যক কন্টেইনার ওঠা-নামা হয়েছে, তা আগে কখনও হয়নি। সর্বশেষ এক মাসের হিসেবে চলতি বছরের আগস্টে ২ লাখ ৩০ হাজার ৭২৫ টিইইউ কন্টেইনার ওঠানামার রেকর্ড করেছিল চট্টগ্রাম বন্দর। তিনি বলেন, যন্ত্রপাতি বৃদ্ধি এবং পরিচালনা সুবিধার কারণে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে। কয়েক মাসের মধ্যে বন্দরে আরও নতুন যন্ত্রপাতি যুক্ত হবে জানিয়ে তিনি বলেন, এতে বন্দরের সক্ষমতা আরও বাড়বে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ