Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ক্রাউন সিমেন্টের নতুন সিইও মাসুদ খান

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ২ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ক্রাউন সিমেন্ট গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে যোগ দিয়েছেন মাসুদ খান। এর আগে তিনি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেডের সিইওর সাবেক উপদেষ্টা ছিলেন। বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। চট্টগ্রামের চুনাটি গ্রামে জন্ম নেয়া মাসুদ খান কলকাতায় স্কুল জীবন শেষ করে সেখানকার সেন্ট জেভিয়ারস কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন। কলকাতায় আর্টিকেল অ্যাসিসটেন্ট হিসেবে প্রাইস ওয়াটারহাউস কুপারসে কর্মজীবন শুরুর পর তিনি ভারতের চার্টার্ড একাউনটেন্টস ইনস্টিটিউট থেকে চার্টার্ড একাউনটেন্টসি এবং ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ওয়ার্কস একাউনটেন্টস অব ইন্ডিয়া থেকে কস্ট একাউনটেন্টসি ডিগ্রি অর্জন করেন। দেশে বিদেশে কয়েকটি বহুজাতিক কোম্পানিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘ ৩৮ বছর কর্মরত ছিলেন মাসুদ খান। এর মধ্যে ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ, মনরোভিয়া টোবাকো কর্পোরেশন, লাইবেরিয়া রয়েছে। দেশে লার্ফাজ হোলসিম বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তার উপদেষ্টা পদে আসার একই প্রতিষ্ঠানের প্রধান অর্থনৈতিক কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন তিনি। গø্যাক্সোস্মিথকেলাইন বাংলাদেশ, ম্যারিকো বাংলাদেশ ও বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেডের মতো তিন বহুজাতিক কোম্পানি এবং একটি দেশীয় ভিয়েলাটেক্স গ্রুপের পরিচালক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি দ্য ইনস্টিটিউট অব চার্টার্ড একাউনটেন্টস অব বাংলাদেশের অতিথি শিক্ষক হিসেবেও কাজ করছেন মাসুদ খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ