বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
বন্দরনগরী চট্টগ্রামে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়েছে। গতকাল (বুধবার) নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলার উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ভয়ভীতি না দেখিয়ে করের আওতা বাড়ালে অর্থনীতি শক্তিশালী হবে। ১৬ কোটি মানুষের মধ্যে এক কোটি টিআইএন হওয়া উচিত। অন্ততপক্ষে ৭৫ লাখ লোককে করের আওতায় আনতে হবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশে পরিণত করার লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছেন। আমি মনে করি সেটা আরও আগেই পূরণ করা সম্ভব যদি আমরা সবাই আয়কর দিই। আগামী অর্থবছরে সাড়ে চার লাখ কোটি টাকার জাতীয় বাজেট ঘোষণা করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, সবাই যদি আয়কর দিই তাহলে বাজেটের আকার আরও বাড়বে। সরকার ৬০ রকমের সামাজিক নিরাপত্তা সেবা দিচ্ছে। যত করের হার বেশি হবে তত দেশ উন্নত হবে। তিনি জানান, আগামী তিন মাসের মধ্যেই আয়কর ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন করা হবে। ৪০ তলা বিশিষ্ট ওই ভবনটিই হবে চট্টগ্রামের সবচেয়ে উঁচু ভবন। আয়কর বিভাগ চট্টগ্রাম আয়োজিত সপ্তাহব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল-১ এর কর কমিশনার মাহবুব হোসেন। এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান, চট্টগ্রাম কাস্টমস, এক্সাইজ ও ভ্যাটের কমিশনার সৈয়দ গোলাম কিবরিয়া, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম এবং উইমেন চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আবিদা মোস্তফা। মেলার প্রথম দিনই সকাল থেকে ব্যাপক লোক সমাগম হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।