প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক জাকির হোসেন রাজু পরিচালিত ভালো থেকো সিনেমাটি মুক্তি পাবে ২২ ডিসেম্বর। সিনেমাটি সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন, সব সময় আমি চলচ্চিত্র নির্মাণ করি সাধারণ মানুষের জন্য, চলচ্চিত্রের দর্শকের জন্য। পরিবারের সব সদস্যরা একসঙ্গে হলে গিয়ে দেখার মতো সিনেমা নির্মাণ করি। আপনারা চাইলে মা-বাবা, শ্বশুর-শাশুড়ি, ভাই-দুলাভাই, বোন-ভাবি কিংবা স্ত্রী-মনের মানুষকে নিয়ে একসঙ্গে বসে ভালো থেকো সিনেমাটি দেখতে পারবেন। তিনি বলেন, আমি সব সময়ই চলচ্চিত্র নির্মাণ করছি, আবার প্রতিবছরই আমার সিনেমা মুক্তিও পাচ্ছে। তবে আমি এই কয়েক বছরে নিজের মতো করে কাজ করতে পারিনি। তবে ভালো থেকো সিনেমাটি একেবারেই আমার গল্প, আমার মতো করেই বানাতে পেরেছি। কথা প্রসঙ্গে রাজু বলেন, আসলে আমাদের দেশে অভিনয় করার মতো শিল্পীর সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সিনেমায় এখন যারা কাজ করছেন, তাদের অনেকেই অভিনয় জানেন না। আবার নতুন অনেক শিল্পীই আসছেন, যারা কোনো প্রশিক্ষণ ছাড়াই ক্যামেরার সামনে দাঁড়িয়ে যাচ্ছেন। এমন অবস্থায় ভালো সিনেমা নির্মাণ করা সম্ভব নয়। আমার মনে হয়, সবারই কিছু প্রশিক্ষণ দরকার। অনেকেই বলেন, আমাদের দেশের টেকনিশিয়ানরা কাজ করতে পারেন না। আসলে তা নয়, আমরা অনুন্নত দেশের মানুষ হিসেবে টেকনোলজি থেকে কিছুটা পিছিয়ে থাকি। যেখানে বিশ্ব প্রতিদিনই এগিয়ে যাচ্ছে। সেখানে আমাদের কাছে তা আসে দেরিতে। যেহেতু আমরা দেরিতে পাই, তাই আমাদের টেকনিশিয়ানরা তা ব্যবহার করে দেরিতে। কিন্তু আমাদের টেকনিশিয়ানরা যে পরিমাণ দক্ষ, তা দিয়ে শূন্য জায়গাটা পূরণ করে ফেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।