প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্রের একসময়ের অ্যাকশন হিরো আলেকজান্ডার বো অভিনয়ের পাশাপাশি একজন কারাতে বিশেষজ্ঞ। তিনি জাতীয় কারাতে প্রতিযোগিতায় ১৯৯২ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত টানা ৬ বার চ্যা¤িপয়ন হয়েছিলেন। দেশের বাইরেও বিভিন্ন প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। এবারের কোরিয়ায় কারাতে প্রতিযোগিতায় রৌপ্য পদক জিতেছেন। দক্ষিণ কোরিয়ার বুসানে কোরিয়ান ইউনিভার্সিটি ¯েপার্টস ফেস্টিভাল ২০১৭ কারাতে প্রতিযোগিতায় তিনি অংশগ্রহণ করেন। বাংলাদেশ কন কারাতে ফেডারেশনের তত্ত¡াবধানে গত ২৬ অক্টোবর আলেকজান্ডারসহ সাত সদস্যের একটি দল কোরিয়া যায়। ২৮ অক্টোবর নেপালের প্রতিযোগীকে হারিয়ে ফাইনালে উঠেন আলেকজান্ডার। এরপর কোরিয়ার প্রতিযোগীর সঙ্গে লড়ে ফাইনাল রাউন্ডে এক পয়েন্টের জন্য হেরে যান। আলেকজান্ডার বো জানান, দক্ষিণ কোরিয়ার ¯েপার্টস ফেস্টিভ্যালে বাংলাদেশ ছাড়াও স্বাগতিক কোরিয়া, নেপাল ও কাজাকস্থানের প্রতিযোগীরা অংশ নিয়েছিলেন। ৮ থেকে ৪০ বছর বয়সের প্রতিযোগীরা অংশ নেন এখানে। আমি অংশ নেই অনূর্ধ্ব ৪০-এ। নেপালের প্রতিযোগীকে প্রথম পর্বে হারালেও, কোরিয়ার প্রতিযোগিতার কাছে হেবি ওয়েট-এ এক পয়েন্টে হেরে যাই। আলেকজান্ডার আগামী ৩ নভেম্বর দেশে ফিরবেন। এরপর ইউরোপের একটি কারাতে প্রতিযোগিতায় অংশ নেবেন। উল্লেখ্য, ১৯৯৫ সালে শহিদুল ইসলাম খোকনের সুপারহিট সিনেমা ম্যাডাম ফুলির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এ সিনেমায় অভিনয় করে পান জাতীয় পুরস্কার। ১৩৫টি ছবিতে অভিনয় করা এ নায়ক বর্তমানে ব্যবসার সঙ্গে জড়িত রয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।