Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উনি হাইব্রিড মিথ্যাবাদী : রিজভী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম


বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, কারা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলা করেছে জনগণ তা দেখেছে। গণমাধ্যমের কর্মীরা কি বিএনপি করে তাদের গাড়িতে হামলা কেন? ওবায়দুল কাদের অনেক কথা বলেন। তিনি আগে রাজনীতি করতেন, কিন্তু সাধারণ সম্পাদক হওয়ার পরে তিনি ইনিয়ে-বিনিয়ে মিথ্যা কথা বলতে বলতে চারণ কবি হয়ে গেছেন। জনগণ তার সব কথা এখন তামাশা মনে করে। তিনি একজন হাইব্রিড উচ্চ ফলনশীল মিথ্যাবাদী। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বাংলাদেশ ইয়ূথ ফোরাম এ মানববন্ধনের আয়োজন করে।
বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি সাইদুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম-মহাসচিব মজিবুর রহমান সরোয়ার, সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন জীবন, স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানা, আবু নাসের মো. রহমত উল্লাহ, এম এ হান্নান, শাহজাহান মিয়া সম্রাট, মিয়া মোঃ আনোয়ার, এম জাহাঙ্গীর আলম প্রমূখ।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের কঠোর সমালোচনা করে রুহুল কবির রিজভী বলেন, অবৈধ প্রধানমন্ত্রীকে খুশি করার জন্য ওবায়দুল কাদের দিনে-দুপুরে মিথ্যা কথা বলছেন। আপনার লজ্জা করে না এতো মিথ্যা কথা বলতে? তিনি আরো বলেন, বিএনপি চেয়ারপারসনের গাড়িতে হামলা করেছে ছাত্রলীগ, যুবলীগ। কিন্তু বিএনপি নেতা ডা. শাহদাতকে ফাঁসানোর চেষ্টা করছে। চট্টগ্রামের একজন ভদ্র রাজনীতিবিদ ডা. শাহাদাত। মিথ্যা কথা বলে তাকে ফাঁসিয়ে ওবায়দুল কাদের ফাদার অব হিউমিনিটি হওয়ার চেষ্টা করছেন। আসলে মিথ্যা কথা বলার একটি বড় প্রতিষ্ঠান হচ্ছে আওয়ামী লীগ। যারা মিথ্যা কথা বলতে পছন্দ করেন তারাই এই প্রতিষ্ঠানে ভর্তি হন। আর সত্য গণতন্ত্রকামীদের দল হচ্ছে বিএনপি। ##

 



 

Show all comments
  • ইব্রাহিম ১ নভেম্বর, ২০১৭, ২:১৬ এএম says : 9
    আমি তার সাথে সম্পূর্ণ একমত পোষণ করছি
    Total Reply(0) Reply
  • farjana ১ নভেম্বর, ২০১৭, ৮:০১ এএম says : 0
    you right ......Kader ..............
    Total Reply(0) Reply
  • S. Anwar ১ নভেম্বর, ২০১৭, ৮:৪৬ এএম says : 9
    ওনারা (আওয়ামীরা) মিথ্যা, চাপাবাজি, সন্ত্রাস ও লুটপাটে ডিগ্রীধারী এবং দীর্ঘ দিনের অভিজ্ঞ বলেই দক্ষতার জোরে জাতির মাথায় নির্বিঘ্নে কাঁঠাল ভেঙ্গে খেতে পারছেন। আপনাদের (বিএনপি দের) কি ওরকম ডিগ্রীর সনদ আছে.?? আছে কি আপনাদের ওসব গুনবাচক উপাধির একটিও.?? অতএব নাই য়খন আপনারা লাঞ্ছিত না হলে আর হবে কারা.?? সোজা জবাব একটি, "যার লাঠি, তার মাটি"।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রিজভী

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ