বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘিতে পাওনা টাকার জের ধরে রিনা হাওলদার (২৪) নামের এক শ্রমজীবি নারীকে মারপিট করেছে প্রতিবেশী যুবক আনন্দসহ তার সংগীরা। এতে রিনা আহত হলে তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনাটি কতিপয় প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি অন্যখাতে প্রভাহিত করার জোর চেষ্টা চালাচ্ছে। জানা যায়, উপজেলার সান্তাহার ইউনিয়নের প্রসাদখালী গ্রামের মৃত শ্যামল চন্দ্র হালদারের স্বামী পরিত্যক্তা মেয়ে এক সন্তানের মা রিনা হালদার মায়ের বাড়িতে থেকে গ্রামীন সড়ক রক্ষণাবেক্ষন প্রকল্পে শ্রমিকের কাজ করে। তার কাছে সুদ দিতে চেয়ে ২০ হাজার টাকা গ্রহণ করে প্রতিবেশী রাসেল ওরফে জয় (২৩)। সুদে আসলে টাকার পরিমান দাড়ায় ৩০ হাজার। রিনা পাওনা টাকার চাইলে জয় টাকা না দিতে তারবাহানা করতে থাকে। এক পর্যায়ে রিনা বিষয়টি থানা পুলিশকে অবহিত করলে থানা পুলিশের মধ্যেস্ততায় জয় ২০ হাজার টাকা দিয়ে রিনার সাথে ঘটনাটি মিমাংসা করে। এরপর থেকে উভয়ের মধ্যে চলতে থাকে রেশারেশি, উভয় পক্ষ মামলা ও হামলার হুমকি দিতে থাকে। প্রতিদিনের ন্যায় গত রবিবার সকালে রিনা পায়ে হেঁটে কাজে যাওয়ার সময় তিয়রপাড়া গ্রামের কাছাকাছি পৌঁছলে সেখানে জনি ওরফে জয়, রকি ও আনন্দ ও তার সংগীদের সাথে দেখা হলে উভয়পক্ষের মধ্যে গালিগালাজের একপর্যায়ে ওই যুবকরা রিনাকে মারপিট করে। এতে সে আহত হলে স্থনীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করে। এ বিষয়টি স্থানীয় কতিপয় প্রভাবশালী ব্যক্তিরা ঘটনাটি অন্যখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলে রিনা আক্তারের পরিবার অভিযোগ করে। এ ব্যাপারে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।