বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রংপুর জেলা সংবাদদাতা : রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আব্দুল জলিল মিয়া ও সাবেক রেজিস্ট্রার শাহাজাহান আলীর বিরুদ্ধে দুর্নীতি মামলার অভিযোগ গঠন করা হয়েছে। মামলার অপর তিন আসামি বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতি দেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে রংপুরের বিশেষ জজ আদালতের বিজ্ঞ বিচারক নরেশ চন্দ্র সরকার শুনানির পর এ আদেশ দেন।
দুদকের আইনজীবী একেএম হারুনর রশীদ জানান, তাদের বিরুদ্ধে আনীত দুর্নীতির মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিলো গতকাল। আদালত দুদক ও আসামি পক্ষের বক্তব্য শোনার পর রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া ও সাবেক রেজিস্ট্রার শাহাজাহান আলী মন্ডলের বিরুদ্ধে দুদক আইনে অভিযোগ গঠন করেন। মামলার অপর তিন আসামি বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক খন্দকার গোলাম ফিরোজ, সহকারী রেজিস্ট্রার মোরশেদ আলম রনি ও অর্থ দপ্তরের কমর্সকর্তা আশরাফুল ইসলামকে মামলা থেকে অব্যাহতি প্রদান করেছেন। সেই সাথে আগামী ২০১৮ সালের ২৩ জানুয়ারি মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করেছেন বিজ্ঞ আদালত।
মামলার বিবরণে জানা গেছে, মন্ত্রণালয় ও ইউজিসির অনুমোদন না নিয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ৩৪৯ জন কর্মকর্তাকে নিয়োগ দেন উপাচার্য আব্দুল জলিল মিয়া। শুধু তাই নয় ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন তহবিল থেকে অবৈধভাবে নিয়োগ দেয়া কর্মকর্তা কর্মচারীদের মাসিক বেতন প্রদান করে সরকারের ৯৮ লাখ টাকা ক্ষতি করেছেন। এমনি অভিযোগের ভিত্তিতে প্রাথমিক তদন্ত শেষে দুদক রংপুরের উপ পরিচালক আব্দুল করিম বাদী হয়ে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালিন উপাচার্য অধ্যাপক আব্দুল জলিল মিয়া সহ ৫ জনের বিরুদ্ধে দুদক আইনে ২০১৩ সালের ১২ ডিসেম্বর মামলা দায়ের করেন।
দীর্ঘ তদন্ত শেষে চলতি বছরের ১৯ মার্চ্চ মামলার তদন্তকারী কর্মকর্তা দুদক রংপুরের উপ পরিচালক মোজাহার আলী সরকার উপাচার্য জলিল মিয়াসহ ৫ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।