Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আয়কর মেলা শুরু আজ

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

আয়কর মেলা শুরু হচ্ছে আজ বুধবার। দেশব্যাপী শুরু হওয়া এ মেলা চলবে সাতদিন। রাজধানীকে কেন্দ্রীয় পর্যায়ে আগারগাঁওয়ে রাজস্ব রোর্ডের নিজস্ব ভবনসহ বিভিন্ন জেলায় এরই মধ্যে সম্পন্ন হয়েছে মেলার প্রস্তুতি। নেয়া হয়েছে আয়কর আদায়ের টার্গেট। সম্মাননা দেয়া হবে আয়করদাতাদের।
এনবিআর সূত্র জানায়, আটটি বিভাগীয় শহর, ৫৬টি জেলা ও ৮৭টি উপজেলাসহ সারাদেশে মোট ১৫১টি জায়গায় হবে এবারের আয়কর মেলা। আয়কর সম্পর্কে নাগরিকদের ধারণা দেয়া মেলার মূল উদ্দেশ্য হলেও এর মাধ্যমে করজাল বৃদ্ধি ও বড় অংকের রাজস্ব আহরণের চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এবারের মেলায় ১৫ লাখ করদাতাকে সেবা দেয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এনবিআর কর্মকর্তারা বলছেন, গত অর্থবছরে প্রায় ১১ লাখ নতুন করদাতা যুক্ত হওয়ায় এবং সর্বশেষ আয়কর মেলার সফলতার পরিপ্রেক্ষিতে এবার আরো বড় পরিসরে মেলা আয়োজনের প্রস্তুতি নেয়া হয়েছে। গত বছরের আয়কর মেলায় দুই লাখের মতো আয়কর রিটার্ন জমা পড়ে। এবার সংখ্যাটি পাঁচ লাখে উন্নীত হবে বলে আশা করছে এনবিআর।
মেলায় অন্তত তিন হাজার কোটি টাকা আয়কর আহরণ হবে বলে কর্মকর্তাদের ধারণা। এ প্রসঙ্গে এনবিআর সদস্য ও আয়কর মেলার সমন্বয়ক মো. আব্দুর রাজ্জাক বলেন, আয়কর মেলায় রাজস্ব আহরণে সুনির্দিষ্ট কোনো লক্ষ্য নির্ধারণ করা হয়নি। মেলার মূল উদ্দেশ্য হলো নতুন করদাতা বৃদ্ধি ও মানুষের মধ্যে কর সচেতনতা তৈরি করা। তবে আয়করদাতাদের সেবা দেয়ার মাধ্যমে বড় অংকের রাজস্ব আসবে বলে আমাদের বিশ্বাস। এখন পর্যন্ত ই-টিআইএন নিবন্ধন ৩০ লাখ ৮০ হাজার ছাড়িয়েছে। চলতি অর্থবছর তা ৩৫ লাখে উন্নীত করার উদ্যোগ নেয়া হয়েছে, যা মেলার মাধ্যমে অনেকটাই সহজ হয়ে যাবে। এবারের মেলায় আগের যেকোনো বছরের চেয়ে বেশিসংখ্যক করদাতার সমাগম হবে।
২০১৪ সালের আয়কর মেলায় রাজস্ব আদায়ের পরিমাণ ছিল এক হাজার ৬৭৫ কোটি ৩০ লাখ ৭৩ হাজার ৪৫১ টাকা। ২০১৫ সালের মেলায় তা বৃদ্ধি পেয়ে দাঁড়ায় দুই হাজার ৩৫ কোটি ৩২ লাখ টাকায়। আর সর্বশেষ ২০১৬ সালের মেলায় রাজস্ব আায়ের পরিমাণ ছিল দুই হাজার ১২৯ কোটি ৬৭ লাখ টাকারও বেশি। বছরটিতে মেলায় রাজস্ব আদায়ের প্রবৃদ্ধি ৪ শমিক ৬৩ শতাংশ। তবে সর্বশেষ মেলা ই-টিআইএন ধারীর সংখ্যা বৃদ্ধিতে সব রেকর্ড ছাড়িয়ে যায়। বছরটিতে ডিজিটাল পদ্ধতিতে করাদাতা নিবন্ধনে প্রায় ১৪২ শতাংশ বৃদ্ধি হয়। আর মেলায় রিটার্ন দাখিলে প্রবৃদ্ধি ছিল ২০ শতাংশ আর সেবা গ্রহণে ২২ শতাংশ।
দেশে ২০১০ সালে প্রথমবারের মতো আয়কর মেলা চালু হয়। প্রতি বছরই মেলার পরিধি বাড়ছে। চলতি বছরের মেলা আয়োজনের সব প্রস্তুতি সম্পন্ন। প্রথমবারের মতো রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের নির্মাণাধীন ভবনে আয়োজিত ওই মেলায় প্রতিদিনই ছিল উপচেপড়া ভিড়। বিশেষ আগ্রহ লক্ষ্য করা যায় নতুন করদাতা নিবন্ধনে। এক্ষেত্রে তরুণদের আগ্রহই ছিল সবচেয়ে বেশি। মেলার শেষের দিকে ব্যাংকের বুথে টাকা জমা দিতেও লম্বা লাইনে বেগ পোহাতে হয় কারদাতাদের। করদাতাদের প্রত্যাশা এবারের মেলায় ব্যাংক বুথের সংখ্যা বাড়ানো হবে। আর আগারগাঁওয়ের নির্মাণাধীন ভবনে এবার দ্বিতীয়বারের মতো বসতে যাচ্ছে আয়কর মেলা-২০১৭।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ