Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে বোর্ড সভা

অর্থনৈতিক রিপোর্টার : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেডের (ইউসিবি) কর্পোরেট কার্যালয়ে ব্যাংকের পরিচালনা পরিষদের ৪১৪ তম সভা অনুষ্ঠিত হয়। গতকাল মঙ্গলবার সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান রুকমীলা জামান। উক্ত সভায় ব্যাংকের সামগ্রিক কার্যক্রম ও অগ্রগতির মূল্যায়ন এবং সার্বিক পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। সভায় ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা, কর্পোরেট সুশাসন, দায়-সম্পদের সুষম সমন্বয় প্রভৃতি নানা বিষয়ের কার্যকর প্রায়োগিক পন্থা নিয়ে আলোচনা করা হয়। সভায় অন্যান্যদের মাঝে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান হাজী ইউনুস আহমেদ, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী, অডিট কমিটির চেয়ারম্যান আখতার মতিন চৌধুরী, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খান ও পরিচালনা পরিষদের অন্যান্য পরিচালকবৃন্দ যথাক্রমে এম. এ. সবুর, হাজী এম. এ. কালাম, নুরুল ইসলাম চৌধুরী, বজল আহমেদ, শরিফ জহির, মো. তানভীর খান, আসিফুজ্জামা চৌধুরী, বশির আহমেদ, সৈয়দ কামরুজ্জামান, মুহাম্মদ শাহ আলম, স্বতন্ত্র পরিচালকদ্বয় যথাক্রমে সৈয়দ মুহাম্মদ নুরুদ্দিন ও ড. সেলিম মাহবুব এবং ব্যবস্থাপনা পরিচালক এ ই আব্দুল মুহাইমেন উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ