বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
রাজশাহী ব্যুরো : রাজশাহীতে বান্ধবীকে ধর্ষণের অভিযোগে শাওন হোসেন (২৩) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়ি রাজশাহীর তানোর উপজেলার কৃষ্ণপুর গ্রামে। ধর্ষণের শিকার ওই কলেজছাত্রীর (১৯) বাড়িও একই এলাকায়। তারা দু’জনই রাজশাহীতে শহরে থেকে কলেজে পড়াশোনা করে। শাওনের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া থানায় গতকাল কলেজ ছাত্রীর দাদা একটি ধর্ষণ মামলা দায়ের করেছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, একই এলাকার বাড়ি হওয়ার সুবাদে কলেজছাত্রীর সঙ্গে শাওনের প্রেমের সম্পর্ক ছিল। শাওন নগরীর সাগরপাড়া এলাকার একটি বাসায় ভাড়া থাকে।
সোমবার দিবাগত রাতে শাওন তার ভাড়া বাসায় মেয়েটিকে নিয়ে ধর্ষণ করে। এতে মেয়েটি গুরুতর অসুস্থ্য হয়ে পড়লে রাত দেড়টার দিকে পাশের ছাত্রাবাসের দুই কলেজছাত্রের সহায়তায় শাওন তার বান্ধবীকে অচেতন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে অসংলগ্ন কথাবার্তা বলায় হাসপাতাল পুলিশ বক্সের সদস্যরা ওই তিন কলেজছাত্রকেই আটক করে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।