Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ পরিচালনায় ফিরবেন জাস্টিন লিন

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জাস্টিন লিনের সঙ্গে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ প্রযোজকদের আলোচনা চলছে। এই আলোচনা সফল হলে তিনি সফল অ্যাকশন ফ্র্যাঞ্চাইজটিতে ফিরবেন। সিরিজের দুই অভিনয়শিল্পী ভিন ডিজেল এবং জর্ডানা ব্রুস্টার লিনের পরিচালক হিসেবে ফেরার এই আভাস দিয়েছেন।
ফেইসবুক লাইভে লিন আর ব্রুস্টারের সঙ্গে একটি গ্রুপ ছবি পোস্ট করে ডিজেল ক্যাপশনে উল্লেখ করেন : “আমাদের শেকড়ে ফেরার পথে আছি... পরিবার আবার এক হতে যাচ্ছে!”
তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ পর্বের পরিচালক লিনকে সিরিজের প্রপিতামহ এবং স্থপতি হিসেবে উল্লেখ করেন ডিজেল। তিনি জানান লিন সিরিজের শেষ দুটি চলচ্চিত্র পরিচালনা করতে ফিরবেন।
প্রথম পর্ব থেকে থাকলেও ব্রুস্টার গত এপ্রিলে মুক্তিপ্রাপ্ত সিরিজের সর্বশেষ ফিল্ম ‘ফেইট অফ দ্য ফিউরিয়াস’-এ অনুপস্থিত ছিলেন। তার রূপায়িত মিয়া চরিত্রটি ডিজেল অভিনীত ডমের বোন এবং পরলোকগত পল ওয়াকার রূপায়িত ব্রায়ান চরিত্রের স্ত্রী। এবার অবশ্য ডিজেল নিশ্চিত করতে গিয়ে বলেছেন, “আপনারা ‘ফাস্ট ইউনিভার্স’-এর আগামী পর্বে দেখতে পাবেন।”
আগামী পর্ব ‘ফাস্ট নাইন’ ২০১০-এর ১০ এপ্রিল মুক্তি পাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ