প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র সহজ স্বীকারোক্তি। মাবরুর রশীদ বান্নাহ-এর চিত্রনাট্যে স্বল্পদৈর্ঘ্যটি নির্মাণ করেছেন রিয়াদ তালুকদার। এতে অভিনয় করেছেন নাঈম ও শবনম ফারিয়া। দুটি মানুষের সাজানো সংসারের নানা টানাপড়েন নিয়ে আবর্তিত হয়েছে চলচ্চিত্রটির গল্প। শবনম ফারিয়া বলেন, গল্পটি খুব চেনা। যা বেশিরভাগ মানুষের সঙ্গেই মিলে যাবে। যদিও এই চেনা গল্পগুলো নিয়ে আমাদের এখানে খুব বেশি কাজ করা হয় না। কারণ বিষয়টি বেশ সেনসেটিভ। এর চিত্রনাট্য, নির্মাণ এবং গল্প- আমার বেশ লেগেছে। এর আগে এফএস নাঈম ও শবনম ফারিয়া বেশ কিছু নাটকে অভিনয় করলেও এটাই দুজনার প্রথম স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। চলচ্চিত্রটি শিগগিরই মুক্তি পাচ্ছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভি-এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।