Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জয়পুরহাটে হামলার ঘটনায় মানববন্ধন

| প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

জয়পুরহাট জেলা সংবাদদাতা : জমি সংক্রান্ত মামলার জেরে জয়পুরহাট সদর উপজেলার দোঁগাছী ইউনিয়নের ইশ্বরপুর পাহান পাড়া গ্রামে নগেন পাহান নামে এক উপজাতি পরিবারের ওপর হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় আদিবাসী পরিষদ। গতকাল বেলা ১১টায় জয়পুরহাট শহরের পাঁচুর মোড়ে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি রবীন্দ্রনাথ সরেন, কোষাধক্ষ সুধীর চন্দ্র তিরকি, সংগঠনটির জয়পুরহাট জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বাবুল রবিদাস, সাধারণ সম্পাদক কমল মিনজি প্রমুখ। মানববন্ধন শেষে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে জয়পুরহাট জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পেশ করেন নেতারা। গত শুক্রবার দুপুরে নগেন পাহান নামে এক উপজাতি পরিবারে অগ্নিসংযোগের ঘটনায় দুই ইউপি সদস্যসহ ১৬ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২৫-৩০ জনের বিরুদ্ধে জয়পুরহাট থানায় একটি মামলা করা হলে ইউপি সদস্যসহ চারজনকে গ্রেফতার করে পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ