Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালীতে ওষুধ কারখানা সিলগালা

নোয়াখালী ব্যুরো : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

সদর উপজেলা চরমটুয়া ইউনিয়নে অভিযান চালিয়ে একটি অবৈধ ও নকল ওষুধ কারখানা সিলগালা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনায় জড়িত থাকার অভিযোগে ছয়জনকে আটক করা হয়েছে। সোমবার রাতে ওষুধ কারখানাটি সিলগালা করা হয়। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।
র‌্যাব জানায়, চরমটুয়া ইউনিয়নের খরিদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অবস্থিত আলাক্সা ফার্মাসিটিক্যাল নামের ওষুধ কারখানায় অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানায় কোনো বৈধ লাইসেন্স ও আমেরিকা, ইংল্যান্ড এবং ভারতসহ বিভিন্ন দেশের ওষুধের ব্রান্ড নকল করে ওষুধ তৈরির অপরাধে কারখানা থেকে ছয়জনকে আটক করে। এসময় বিপুল পরিমাণ নকল ওষুধ ও ওষুধ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট কে এম ইয়াছিন আরাফাতের উপস্থিতিতে কারখানাটি সিলগালা করা হয়। র‌্যাব-১১, ল²ীপুর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক সিনিয়র এএসপি জসিম উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ