Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝিনাইদহ আঞ্চলিক ভাষা গ্রুপের রোহিঙ্গাদের মধ্যে ত্রাণ বিতরণ

ঝিনাইদহ জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ১ নভেম্বর, ২০১৭, ১২:০০ এএম

 উত্তরাঞ্চলের বন্যার্তদের ত্রাণ সহায়তার পর ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপ এবার পাঁচ শতাধিক অসহায় রোহিঙ্গা পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করে মানবতার অনন্য নজির স্থাপন করেছে। গতকাল মঙ্গলবার সেনাবাহিনীর সহায়তায় উখিয়ার বালুখালি রোহিঙ্গা ক্যাম্প এলাকায় এই কাপড় বিতরণ করা হয়। এ সময় সেনাবাহিনীর স্থানীয় ক্যাম্পের মেজর নাসির, সেনা সদস্য এনামুল হক, ইব্রাহীম মিলন, সোহাগ, ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের টিম লিডার এম ওয়াহিদুজ্জামান, টিম সদস্য রাজীব, ফয়সাল, আলমগীর, সাকিব ও রিদোয়ানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের প্রধান পৃষ্ঠপোষক ও এডমিন আমেরকিা প্রবাসি তরিকুল ইসলাম মিঠু জানান, অল্প দিনে জনপ্রিয় এই গ্রুপটি যেমন আঞ্চলিক ভাষা রক্ষার জন্য কাজ করছে তেমনি ভাবে বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা ঝিনেদাবসীর মধ্যে পারস্পারিক সম্পর্ক দৃঢ় ও দুর্যোগে অসহায় বিপন্ন মানুষের পাশে দাঁড়িয়ে সহমর্মিতার হাত প্রসারিত করছে। সেই দৃষ্টিকোন থেকে উত্তরাঞ্চলের বন্যার্তদের ত্রান সহায়তার পর মায়ানমারের নির্যাতিত প্রায় পাঁচ শতাধিক রোহিঙ্গা শরণার্থী পরিবারের মাঝে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের পক্ষ থেকে পরিধেয় কাপড়, মশারি, গামছা ও শিতের কম্বল বিতরণ করা হয়। ত্রাণ বিতরণ শেষে অসহায় রোহিঙ্গাদের সাথে নিয়ে তাদের জন্য পানি নিষ্কাশনের নালা তৈরী, বাশের চটা দিয়ে ঘরবাড়ি ও মসজিদ নির্মানের কাজে অংশ নেন ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের সদস্যরা। উখিয়ায় থেকে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের টিম লিডার এম ওয়াহিদুজ্জামান জানান, আশ্রয় কেন্দ্রগুলোতে রোহিঙ্গাদের কি কি সমস্যা হচ্ছে এবং তাদের আর কি ধরনের সাহায্য প্রয়োজন তা নিরসন করতে অনেকগুলো পাহাড় পরিদর্শন করে সেনাবাহিনীর কাছে রিপোর্ট প্রদান করা হয়েছে। জানা গেছে, ত্রাণ কার্যক্রমের পুরো ব্যয়ভার বহন করেন ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের এডমিন প্যানেল এবং কার্যনির্বাহী সদস্যবৃন্দ। এদিকে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের পক্ষ থেকে অসিত কুমার, মো. খায়রুন্নাহার ঝর্না, শারমিন আকতার, নিলুফার এহসান, মোর্শেদুল ইসলাম, শামিমা আকতার, সরোয়ার হোসেন, সোলাইমান, জামমিম সবুজ ও সোহাগ হোসেন প্রমুখ নেতৃবৃন্দ ত্রাণ কর্মকান্ডের সাথে জড়িত সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ