রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
গোবিন্দগঞ্জস্থ গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সভা ও নির্বাচনের দাবিতে সাধারণ শ্রমিকরা উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকার বরাবরে স্মারকলিপি প্রদান করেন। গতকাল বেলা ১১টায় গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে গাইবান্ধা জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজি: নং- রাজ-৪১৫) এর আওতাধীন মাইক্রোবাস শাখার সভাপতি মো. সাইফুর রহমানের নেতৃত্বে সাধারণ শ্রমিকরা এ স্মারকলিপি প্রদান করেন। স্মারক লিপিতে দাবি করা হয়, ইতোমধ্যে সংগঠনের কার্যকরি কমিটির মেয়াদকাল শেষ হয়েছে। সদস্যরা যথাসময়ে সংগঠনের সাধারণ সভা ও নির্বাচনের ব্যবস্থা গ্রহণের জন্য কর্মকর্তাদের তাগিদ দিলেও তারা এখন পর্যন্ত সাধারণ এবং নির্বচন অনুষ্ঠানের কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। এতে সাধারণ সদস্যরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। অনতিবিলম্বে নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা গ্রহণ করা না হলে সদস্যরা বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ৪১৫-এর সাবেক সভাপতি ছামছুল হক, সাবেক সহ-সভাপতি আব্দুস সামাদ, দফতর সম্পাদক নাইম সরদার, মাইক্রোবাস শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিম, সহ-সভাপতি মো. রেজাউল করিম রেজা, শ্রমিক নেতা আজাদুল ইসলামসহ অর্ধশতাধিক শ্রমিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।