রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
কক্সবাজার রোহিঙ্গা শিবিরে ত্রাণ বিতরণ করতে যাওয়ার পথে বেগম খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে বগুড়া। হামলার খবর প্রচারের পর থেকেই বগুড়া বিএনপি ও এর অঙ্গ সংগঠনগুলো বিক্ষোভ, প্রতিবাদ ও সমাবেশ করে চলেছে। এরই প্রেক্ষিতে এবং কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার দুপুরে বিএনপি বগুড়া জেলা কার্যালয়ে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক প্রতিবাদ সমাবেশ সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ শরীফ মিঠুর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চান বলেন, প্রতিপক্ষের ওপর হামলা চালানো আওয়ামী লীগের পুরনো অভ্যাস, এটা নতুন কিছু নয়, যুগে যুগে ওরা এভাবেই প্রতিপক্ষকে দলন পীড়ন করেছে। কিন্তু এই হামলা মোকাবেলা করেই বিএনপি এগিয়ে যাবে, কেউ আমাদের অগ্রযাত্রা রোধ করতে পারবে না।
সমাবেশে সভাপতির বক্তব্যে মাহমুদ শরীফ মিঠু বলেন, খালেদা জিয়ার কক্সবাজার যাত্রাকালে পথে পথে যে জনজোয়ার দৃশ্যমান হয়েছে, তাতেই দিশেহারা হয়ে পড়েছে সরকার ও সরকারি দল। তাই মিডিয়ার গাড়িতে হামলা করেছে, যেন মিডিয়া ভয় পেয়ে খালেদা জিয়াকে ঘিরে সৃষ্ট জনজোয়ারের সচিত্র সংবাদ প্রচার না করে। সমাবেশে বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।