Inqilab Logo

শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫ আশ্বিন ১৪৩১, ১৬ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

আল্লামা খোতানী হুজুর ইলমে হাদীসের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:১৭ এএম

খেদমতে নিয়োজিত ছিলেন -আলোচনা সভা- নেতৃবৃন্দ
পাক-ভারত উপ-মহাদেশের অন্যতম শ্রেষ্ঠ হাদীস বিশারদ আল্লামা নিয়ায মাখদূম খোতানী (রহ.) দীর্ঘ ৪১ বছর ইলমে হাদীসের খেদমতে নিয়োজিত ছিলেন। আল্লামা খোতানী হুজুর দ্বীন প্রচার প্রসারে অগ্রণী ভূমিকা রেখে গেছেন। আল্লামা নিয়ায মাখদূম খোতানী-এর ৩১তম ইন্তেকাল বার্ষিকী উপলক্ষে রোববার বাদ আসর ঢাকাস্থ দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসায় অনুষ্ঠিত আলোচনা সভা ও দুআ মাহফিলে নেতৃবৃন্দ একথা বলেন। মরহুম খোতানী হুজুরের বিশিষ্ট শাগরেদ ও ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-এর সাবেক ডীন প্রফেসর ড.এ.এইচ.এম. ইয়াহইয়ার রহমানের সভাপতিত্বে মাদরাসার প্রিন্সিপাল আবু বকর সিদ্দিকসহ হুজুরের স্নেহধন্য দেশবরেণ্য শিক্ষাবিদগণ এতে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন। উল্লেখ্য, আল্লামা নিয়ায মাখদূম খোতানী (রহ.) ১৮৯৭ খ্রিস্টাব্দে রুশীয় তুর্কিস্থানের খোতান প্রদেশে সম্ভ্রান্ত এক আলিম পরিবারে জন্মগ্রহণ করেন। বিশ শতকের গোড়ার দিকে উক্ত অঞ্চলে কমিউনিস্ট বিরোধী আন্দোলনের প্রধান সেনাপতি আল্লামা খোতানী (রহ.) অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়ে ভারতবর্ষে হিজরত করেন। এরপর ১৯৩৫ সালে তিনি ভারতের দারুল উলূম দেওবন্দে ভর্তি হন। ১৯৪৫ সাল পর্যন্ত এখানে পড়াশুনা করে তিনি দাওরা-ই তাফসীর ও হাদীসসহ কয়েকটি বিভাগে প্রথম শ্রেণীতে প্রথমস্থান অর্জন করেন। এরপর ১৯৪৫ সালের ১ জুলাই বাংলাদেশের প্রথম কামিল মাদরাসা ছারছীনা দারুসসুন্নাত আলিয়া মাদরাসায় শাইখুল হাদীস পদে নিযুক্ত হয়ে ১৯৮৬ সালের ২৯ অক্টোবর পর্যন্ত দীর্ঘ প্রায় ৪১ বছর এখানে ইলমে হাদীসের খেদমতে নিয়োজিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ