Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

খালেদার গাড়িবহরে হামলা

| প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

জাবির বিএনপিপন্থী শিক্ষকদের প্রতিবাদ
জাবি সংবাদদাতা : রোহিঙ্গাদের মাঝে ত্রাণ বিতরণের জন্য কক্সবাজারে যাওয়ার পথে খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। গতকাল তারা এক বিবৃতিতে এ ঘটনার প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিবৃতিতে বিএনপিপন্থী শিক্ষকরা বলেন, মানবিক কর্মসূচি পালনের জন্য কক্সবাজারগামী খালেদা জিয়ার গাড়িবহরে চিহিৃত সন্ত্রাসীদের দফায় দফায় হামলার ঘটনায় আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা মনে করি মিয়ানমারে চলমান জাতিগত নিধনের মতই আমাদের দেশে জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করার গভীর ষড়যন্ত্র চলছে। তারই অংশ হিসেবে খালেদা জিয়ার উপর এ হামলা হয়েছে। আমরা এ বর্বর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। হামলায় আহত সাংবাদিক ও নেতা-কর্মীবৃন্দের প্রতি জানাই সমবেদনা।আমরা আশা করি দেশনেত্রীর বিরুদ্ধে সকল অশুভ ষড়যন্ত্রের পথ পরিহার করে সরকার আগামী নির্বাচন একটি নিরপেক্ষ সরকারের অধীনে অনুষ্ঠানের জন্য কার্যকর ব্যবস্থা নিয়ে জনগণের হাতে সকল ক্ষমতা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা গ্রহণ করবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ