Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

ভর্তি জালিয়াতির অভিযোগে ছাত্রলীগ নেতা বহিষ্কার

| প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

বিশ^বিদ্যালয় রিপোর্টার: গত ২০ অক্টোবর অনুষ্ঠিত হওয়া ঢাকা বিশ^বিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ডিজিটাল জালিয়াতির অভিযোগে গ্রেফতার ছাত্রলীগের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও অমর একুশে হল ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মামুনকে বিশ^বিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিস্কার করেছে ঢাকা বিশ^বিদ্যালয়। তাদের এ বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। তিনি বলেন, রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় তাদের বহিষ্কারের সিদ্ধান্ত হয়েছে।এর আগে ২৬ অক্টোবর এই দুইজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এই অভিযোগের প্রেক্ষিতে গত ২০ অক্টোবর মহিউদ্দিন রানাকে ছাত্রলীগ থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ