বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
কোটালীপাড়া (গোপালগঞ্জে) উপজেলা সংবাদদাতা : গোপালগঞ্জের কোটালীপাড়ায় এক স্কুলছাত্রীকে উত্যক্ত করার প্রতিবাদ করায় দুই গ্রæপের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গত রোববার সন্ধায় উপজেলার উত্তর হিরণ ও দক্ষিণ হিরণ গ্রামের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে, এ ঘটনায় উভয় পক্ষের ১৪জনকে আটক করা হয়েছে। জানা গেছে হিরণ পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী সম্পা খানম (১৫) কে হিরণ মুন্সীপাড়া গ্রামের সিদ্দিক মুন্সীর ছেলে ও শেখ লুৎফর রহমান আদর্শ সরাকারি কলেজের এইচ এস সি ২য় বর্ষের ছাত্র মোরসালিন মুন্সী (২০) উত্যক্ত করে, এ ঘটনা বিদ্যালয় বসে মিটমাট হয়ে গেলেও বিকেলে সম্পার পক্ষের লোকজন মোরসালিন মুন্সীর লোকজনের উপর হামলা চালায় এতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধলে উত্তর হিরণ গ্রামের আব্বাস খান, আলামিন খান, হুমায়ুন খান, ছোটন খান, রাজিব শেখ, নাসির মোল্লা, সজল শেখ ও অপর পক্ষের ইঞ্জেল মুন্সী, রেজাউল করিম সিকদার, শাহীন সিকদার, এনামুল মুন্সী, আলামিন মুন্সী, মিরাজ মুন্সী, হাফিজুল মুন্সী, বাবুল মুন্সী ও মাসুম বিল্লাহ মুন্সী আহত হয়েছেন। আহতদেরকে কোটালীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কোটালীপাড়া থানায় ১টি মামলা হয়েছে, পুলিশ ঘটনা স্থল থেকে রাতেই ১৪ জনকে আটক করেছে। পুলিশ জানায়, এলাকার পরিবেশ স্বাভাবিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।