Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিক্ষা মানুষকে বিনয়ী ও দায়িত্বশীল করে তোলে

কুমিল্লায় অনার্সের কৃতী ছাত্রীদের সংবর্ধনা

| প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

কুমিল্লা থেকে স্টাফ রিপোর্টার: শিক্ষা মানুষ বিনয়ী ও দায়িত্বশীল করে তোলে। শিক্ষা জীবনের গুরুত্বপুর্ণ মুহূর্তগুলো কোন রকম প্রলোভনেই যেনো সময় নষ্টের কারন হয়ে দাঁড়াতে না পারে সেজন্য শিক্ষার্থীদের নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে অধ্যবসায়ে খুব বেশি মনোযোগ লাগাতে হবে। আদর্শ সমাজ ও কল্যাণমুখি রাষ্ট্রগঠনে মেধাবী শিক্ষার্থীর বিকল্প নেই। আগামীদিনে তারই দেশের অর্থনৈতিক, রাজনীতি, সমাজনীতিতে বড়ো ভূমিকা রাখবে। কুমিল্লা সরকারি মহিলা কলেজের বাংলা বিভাগের অনার্স চতুর্থবর্ষের ফাইনাল পরীক্ষায় প্রথম শ্রেণিতে উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারিদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিতির বক্তব্যে কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রুহুল আমিন ভূইয়া এসব কথা বলেন। গতকাল সোমবার সকালে কলেজ অডিটরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলা বিভাগ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলেজ উপাধ্যক্ষ প্রফেসর ড. মো. আবু তাহের, রাস্ট্রবিজ্ঞানের বিভাগীয় প্রধান প্রফেসর ড. খালেদা নাসরিন, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক সহকারি অধ্যাপক আজহারুল ইসলাম ভূইয়া।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ