বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দিনাজপুর অফিস : দুদকের মামলায় দিনাজপুর জেলা ও দায়রা জজ হোসেন শহীদ আহমেদ দিনাজপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের তিন জন সাবেক ভারপ্রাপ্ত পরিচালকের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন। অপর আসামি মালামাল সরবরাহকারী ঠিকাদারকে উচ্চ আদালতের জামিনে থাকায় তার জামিন মঞ্জুর করা হয়েছে।
দুদক দিনাজপুর কার্যালয়ের কোট এএসআই আবদুস সামাদ জানিয়েছেন, ২০১৫ সালের ২৬ আগষ্ট কলেজের ডাঃ সিদ্দিকুর রহমান, ডাঃ এবিএম ইকবাল ও ডাঃ আবু বক্কর সিদ্দিক এবং ঠিকাদার মোকসেদুল ইসলামকে আসামী করে দিনাজপুর কোতয়ালী থানায় ৪০৯/১০৯ ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ ধারায় মামলা দায়ের করে দুদক (মামলা নম্বর ৪৯)। এদের মধ্যে তিন ডাক্তারই পর্যায়ক্রমে কলেজের ভারপ্রাপ্ত পরিচালকের দায়িত্ব পালন করেছেন। মামলায় আসামিদের বিরুদ্ধে হাসপাতালের যন্ত্রপাতি ক্রয়ে পরস্পর যোগসাজসে ৭৪ লক্ষ ৯৮ হাজার ৫০ টাকা আত্বসাতের অভিযোগ আনা হয়েছে। গতকাল সোমবার সকালে ৪ জনই দিনাজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত তা নাকচ করে দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।