Inqilab Logo

শনিবার, ২৯ জুন ২০২৪, ১৫ আষাঢ় ১৪৩১, ২২ যিলহজ ১৪৪৫ হিজরী

জাহ্নবী কাপুরের অভিষেকে হোঁচট!

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

শ্রীদেবী আর বনি কাপুরের মেয়ে জাহ্নবী কাপুর এখন বলিউডের জন্য প্রস্তুত। কথা ছিল করণ জোহরের একটি ফিল্ম দিয়েই তার অভিষেক হবে, আর সেই ফিল্মটি হল- মারাঠি ‘সায়রাত’ নামের ব্লকবাস্টারের রিমেক। এখন সেই ফিল্মটির নির্মাণ নিয়ে সংশয় দেখা দিয়েছে।
জানা গেছে করণ এখন এই ফিল্মটির বাণিজ্যিক সম্ভাবনা নিয়ে সন্দিহান।
প্রতিবেদন থেকে জানা গেছে মারাঠিতে চলচ্চিত্রটি জাদুর মত কাজ করেছিল কারণ মহারাষ্ট্রে বর্ণ প্রথার এখনও চল আছে। ‘সায়রাত’ ফিল্মটি আবার অসবর্ণ প্রেমের গল্প। শহুরে দর্শকদের জন্য এই কাহিনী কতটা আবেদন সৃষ্টি করবে তা নিয়ে করণের মনে সংশয় দেখা দিয়েছে। তাই তিনি চলচ্চিত্রটির কাহিনী ঢেলে সাজাবার উদ্যোগ নিয়েছেন। তিনি বর্ণ প্রথার বদলে এখন গল্পকে ‘রোমিও-জুলিয়েট’ ধারায় পরিবর্তনের চেষ্টা করছেন। তা করতে গিয়ে অবশ্য তিনি আবিষ্কার করেছেন এই গল্প আর যে কোনও অন্য প্রেম কাহিনীর রূপ নিয়েছে।
অথচ, পরিচালক শশাঙ্ক খৈতান মূল কাহিনীকে সামান্যই অদলবদল করার পক্ষে।
সামগ্রিক বিবেচনায় জাহ্নবীর অভিষেক হয় বিলম্বিত হবে নয়তো এই ফিল্ম দিয়ে আদৌ তার অভিষেক হবেই না।
এদিকে, হলিউডের ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টারস’ ফিল্মের বলিউড রিমেকের জন্যও জাহ্নবীর সঙ্গে যোগাযোগ করা হয়েছে বলে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ