প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আশরাফ শিশির পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘গোপন দ্যা ইনার সাউন্ড’ স্পেনের বার্সেলোনায় আগামী ২ থেকে ১২ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিতব্য কাসা এশিয়া-এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল এ প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। উল্লেখ্য, চলচ্চিত্রটি স¤প্রতি অনুষ্ঠিত ‘দিল্লী আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’-এ আন্তর্জাতিক ক্যাটাগরি অ্যাক্রস দ্য বর্ডার বিভাগে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে পুরস্কৃত হয়। এছাড়া, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব নেপাল, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব সাউথ এশিয়া-টরেন্টোতেও প্রদর্শিত হয় চলচ্চিত্রটি। চলচ্চিত্রটির পরিচালক আশরাফ শিশির বলেন, সা¤প্রতিক সময়ে দেশের প্রেক্ষাগৃহে সাধারণ দর্শকের ঢল নামছে। আন্তর্জাতিক পরিমন্ডলেও আমাদের দেশের চলচ্চিত্র গ্রহণযোগ্যতা তৈরি করছে। আমি সব ধরণের চলচ্চিত্র নির্মাণের পক্ষে। দর্শক যাতে তার মত করে তার পছন্দের চলচ্চিত্রটি বেছে নেয়। থ্রিলারধর্মী সিনেমাটিতে আন্ডাগ্রাউন্ড পলিটিক্সে জড়িয়ে যাওয়া এক পিতা, তার হারিয়ে যাওয়া স্ত্রী এবং একমাত্র কন্যাসন্তানের বিবর্তন, একজন জনপ্রিয় লেখিকার জীবনে মনস্তাত্বিক অসহায়ত্বের মাঝে একজন ফ্লপ ছবির নির্মাতার আগমন কিভাবে কয়েকটি খুন আর নতুন কিছু স্বপ্নের জন্ম দেয় তা দেখানো হয়েছে। এতে অভিনয় করেছেন সুমনা সোমা, কাবেরী রায় চৌধুরী, ইমরান, লাবণ্য ক্যাটরিনা, আনন জামান, সেরাজুল ইসলাম, সৌরভ তোফাজ্জল, আবুল কালাম আজাদ প্রমুখ। চলচ্চিত্রটির সংগীত পরিচালনা করেছেন রাফায়েত নেওয়াজ এবং চিত্রগ্রহণ ও স¤পাদনা করেছেন সাব্বির মাহমুদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।