Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বেলাল খান ও ঐশীর নতুন মিউজিক ভিডিও

বিনোদন ডেস্ক : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

 বেলাল খান ও ঐশীর গাওয়া ‘তোর ভালোবাসা’ শিরোনামের গানটির মিউজিক ভিডিও নির্মিত হয়েছে। ইশতিয়াক আহমেদের কথায় গানটির সুর করেছেন বেলাল খান। ম্যাক্স ব্যাগ নিবেদিত গানটিতে নতুন মডেল অভি ও তাহিরাকে জুটিবদ্ধ করে কক্সবাজারের মনোরম লোকেশনে ভিডিওটি নির্মাণ করেছেন চলচ্চিত্রকার সৈকত নাসির। ভিজ্যুয়ালাইজারের তত্ত¡াবধানে নির্মিত গানটি প্রসঙ্গে বেলাল খান বলেন,‘গানটির কথা অসাধারণ। সুরও দারুণ হয়েছে। গানের সঙ্গে মিল রেখে চমৎকার একটি ভিডিও নির্মাণ করা হয়েছে। সৈকত নাসিরের নির্মাণ সম্পর্ক নতুন করে কিছু বলার নেই। গানটিতে যেমন একটি গল্প রয়েছে তেমনি ভিডিওটিতেও সেই গল্পটি দারুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আশা করি, গানটি জনপ্রিয়তা পাবে।’ ঐশী বলেন, ‘বেলাল ভাইয়ের সুর ও মিউজিক এই গানটি যখন করি তখনই মনে হয়েছে দারুণ কিছু হচ্ছে। গান এবং ভিডিও দুটি দেখেই দর্শক শ্রোতারা মুগ্ধ হবেন।’ গানটি নির্মাতা প্রতিষ্ঠানের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ