প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
আজ থেকে বাংলাভিশনে শুরু হচ্ছে নতুন ধারাবাহিক নাটক ‘প্রজাপতি প্রেম’। কণা রেজা’র গল্প এবং মেহেদী বিন আশরাফ-এর চিত্রনাট্য ও পরিচালনায় নাটকটি প্রচার হবে মঙ্গল ও বুধবার রাত ৮টা ১৫মিনিটে। এই ধারাবাহিক নাটকে বাংলাদেশ ও ভারতের অভিনয়শিল্পীগণ অভিনয় করেছেন। তারা হলেন মানালী ঘোষ, পৃথা চন্দ্র, দীপান্নিতা নাথ, মায়াবী, রণ রুপম গাঙ্গুলী, গৌরভ চৌধুরী, শঙ্খরাজ চ্যার্টাজী, চিত্রালী দাস, আমীর নাসের, পিংকী মন্ডল, নাজনীন হাসান চুমকি, হান্নান শেলী, যাহের আলভী, খায়রুল আলম, মেঘলা, শাফিজ প্রমুখ। গল্পের প্রয়োজনে এই নাটকটি বাংলাদেশের কুষ্টিয়া ও পাবনা এবং ভারতের মুম্বাই, গোয়া, কলকাতা, শিলিগুঁড়ি, দার্জিলিং ও মিরিখে চিত্রায়িত হয়েছে। আমাদের প্রতিটি সকাল শুরু হয় নতুন কিছু শুরু হবার জন্য। কিন্তু আজ দিয়ার সকালটা একটু আলাদা। গতকাল রাতে ঘুমায়নি আজকের সকালটার প্রতীক্ষায়। দিয়া অপেক্ষা করছে জয়ের জন্য। জয় বাংলাদেশের ছেলে আর দিয়ার বাড়ি ভারতে। জয় দিয়ার ভালো বন্ধু। তারা একইসঙ্গে ভারতের একটি বিশ^বিদ্যালয়ে পড়াশোনা করে। দিয়ার যে কোনো বিপদে আবির্ভাব ঘটে জয়ের। দিয়ার ছোট বেলার বান্ধবী জারা। জারাকে আজকের মধ্যে যে কোনো উপায়ে বিয়ে করতে হবে তার প্রেমিক হাসানকে। ঝামেলার শুরু এখান থেকেই। জারা ও হাসানের বিয়ের পর তারা যাত্রা শুরু করে ভারতের একটি পর্যটন স্থানের উদ্দেশে। পর্যটন স্থানে তারা একটি ভয়াবহ বিপদের সম্মুখীন হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।