রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সীমান্ত দিয়ে অবৈধ্য অনুপ্রবেশের অভিযোগে আটক দুই বাংলাদেশী কিশোর এক থেকে দেড় বছর কারাভোগ শেষে হিলি চেকপোস্ট দিয়ে দেশে ফিরে এসেছে। গতকাল সোমবার দুপুর ১২টায় সীমান্তে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ভারতীয় অভিবাসন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে দুই বাংলাদেশী কিশোরকে হস্তান্তর করে। হিলি ইমিগ্রেশন ওসি আফতাব হোসেন জানান, বাংলাদেশী কিশোর মেহেদী হাসান (১৩) ও সুমন ভ‚ঁইয়া (১৪) আন্না সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় বিএসএফ তাদের আটক করে সেই দেশের পুলিশের কাছে হস্তান্তর করে। পরে পুলিশ অবৈধ অনুপ্রবেশের দায়ে তাদের ভারতের বালুঘাট শোভায়ন হোমে পাঠায়। সেখানে এক থেকে দেড় বছর আটক রাখা হয় তাদের। সাজার মেয়াদ শেষে গতকাল আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে দেশে ফিরে এলো তারা।
ফিরিয়ে আসা কিশোররা হলো- সিরাজগঞ্জ জেলা সদরের কালিঘাট গ্রামের আ: কাদেরের ছেলে মেহেদী হাসান ও ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার গোড়াইল গ্রামের ওমেদ ভ‚ঁইয়ার ছেলে সুমন ভ‚ঁইয়া।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।