Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শালিখায় বিদ্যুৎস্পৃষ্টে বাবা-ছেলের মৃত্যু

মাগুরা জেলা সংবাদদাতা : | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

মাগুরার শালিখা উপজেলার শতখালী এলাকায় তানীয়া নামের ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পিতা-পুত্রের মৃত্যু হওয়ার খবর পাওয়া গেছে। ইটভাটার এক কর্মী কামাল হোসেন জানান, গতকাল ইটভাটার বিদ্যুৎ সংযোগ থেকে তাদের থাকার ঘরে বিদ্যুৎ লাইন নেয়ার সময় হাসান (২৫) বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সমায় তার পিতা আব্দুর রশীদ তাকে বাঁচাতে এলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। তাদের এ অবস্থা দেখে হাসানের ভগ্নিপতি এগিয়ে অএলে তিনিও আক্রান্ত হন। তাদেরকে মাগুরা সদর হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক হাসান ও তার পিতা আবাদুর রশীদকে মৃত ঘোষণা করেন। অপরজনকে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে। নিহত হাসান ও আব্দুর রশীদ খুলনা জেলার পাইকগাছা উপজেলার চাঁদখালী গ্রামের বসিন্দা বলে জানা গেছে। পুলিশ পরিদর্শক আনিসুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ