রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
তিন মাস প্রেম করার পর ধর্ষণের অভিযোগে আটক হতে হলো অটোচালক প্রেমিক মোহাম্মদ আলীকে। রোববার মধ্যরাতে পুলিশ সাভার পৌর এলাকার ওয়াপদা রোডের ভাড়া বাসা থেকে তাকে আটক করা হয়। আটক মোহাম্মদ আলী (২৪) বাড়ি মাদারীপুর জেলায়। তার বাবার নাম জব্বর আলী। সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল হুদা ভ‚ঁইয়া জানান, ওয়াপদা রোডের ৪২/৬ মালঞ্চ আবাসিক এলাকার আল ইয়াফি মঞ্জিলের ছয়তলা ভবনের তৃতীয় তলায় ২০ বছর বয়সী গৃহশিক্ষিকা পরিবারের সাথে বসবাস করে। এই ভবনের পঞ্চম তলায় থাকে অটোচালক মোহাম্মদ আলী। প্রায় তিন মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। একপর্যায়ে রোববার রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে প্রেমিক প্রেমিকা ছাদের চিলেকোঠায় অসামাজিক কাজে লিপ্ত হয়। তখন ছাদে থাকা আরেক যুবক দেখে ফেলে আশপাশের লোকজনদের জড়ো করে পুলিশে খবর দেয়। ওই পুলিশ কর্মকর্তা আরো জানান, দুই জনের সম্মতিতে বিয়ের আয়োজন করেছিলাম। কাজীও ঠিক করা হয়েছিল। কিন্তু উচ্ছৃঙ্খল কয়েকজন লোকের কারণে ধর্ষন মামলা নিতে হচ্ছে। থানা হাজতে আটক মোহাম্মদ আলী ও গৃহশিক্ষিকাও তাদের প্রেমের কথা স্বীকার করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।