Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এ সরকারের আমলে গণতন্ত্রের বিপর্যয় হয়েছে কর্ণেল অলি আহমদ

চট্টগ্রাম ব্যুরো | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

এ সরকারের আমলে গণতান্ত্রিক ব্যবস্থার বিপর্যয় ঘটেছে উল্লেখ করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অবঃ) অলি আহমদ বীর বিক্রম বলেছেন, এ অবস্থার পরিবর্তন করতে হবে। গণতন্ত্রের সাথে দেশের অর্থনৈতিক অবস্থারও বিপর্যয় ঘটেছে। তিনি বলেন, আইন-শৃঙ্খলার অবনতি ও দ্রব্যমূল্যের ঊর্ধগতিতে সাধারণ মানুষ উদ্বিগ্ন এবং আতঙ্কিত। এখন সাধারণ মানুষ দিশেহারা। তিনি গতকাল (রোববার) নগরীর মুসলিম ইনস্টিটিউট হলে এলডিপির ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি ফেনীতে ২০ দলীয় জোট নেত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার তীব্র নিন্দা জানান।
উত্তর জেলার এলডিপির সভাপতি নুরুল আলম তালুকদারেরর সভাপতিত্বে ও দক্ষিণ জেলা এলডিপির যুগ্ম সম্পাদক গোলাম কিবরিয়া শিমুলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন মহনগর এলডিপির সভাপতি এসএম ছলিম উল্লাহ, দক্ষিণ জেলা এলডিপির সভাপতি এডভোকেট কফিল উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মহানগর বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, এলডিপির কেন্দ্রীয় কমিটির সদস্য এসএম নিজাম উদ্দিন হারুন, জিয়াউল হক চৌধুরী বাবুল, এজি এম শাহাজাহান, এডভোকেট নাসির উদ্দিন, ফজলুল কাদের তালুকদার, এডভোকেট শাহাদাত হোসেন প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এলডিপিতে যোগদান করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ