বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-এর তারিখ ঘোষণা
বিশ্বওলী হযরত শাহসূফী খাজাবাবা ফরিদপুরী (কু:ছে:আ:) কেবলাজান ছাহেবের ৪ দিনব্যাপী মহাপবিত্র বিশ্ব উরস শরীফ-২০১৮ আগামী ১৭, ১৮, ১৯ ও ২০ ফেব্রæয়ারী ফরিদপুরের বিশ্ব জাকের মঞ্জিলে অনুষ্ঠিত হবে ।
গত শুক্রবার মধ্যরাতে কয়েকলাখ মানুষের আবেগঘন জনসমুদ্রে বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্ব খাজা মাহফুযুল হক মুজাদ্দেদী ছাহেবের নির্দেশে পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব পবিত্র এ তারিখের ঘোষণা দেন। এ সময় চার দিক থেকে মুহুর্মুহু তাকবীর ধ্বনীতে অন্য রকম এক দৃশ্যের অবতারনা হয়।
বিশ্বওলী কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ থেকে এ ঘোষণাদানের প্রাক্কালে তেলাওয়াতে কালামে পাক, মিলাদ মাফিল ও বিশেষ মুনাজাত করা হয়। ঘোষণাদানের পর বিশ্বওলী কেবলাজান ছাহেবের পবিত্র রওজা শরীফ যিয়ারত করা হয়। দেশ ও জাতি, মুসলিম উম্মাহ সবর্পরি বিশ্ব মানবতার কল্যান কামনা করে যিয়ারতকালে শান্তিকামী মানুষের মহাসমুদ্রে অবিরাম কান্না আর আল্লাহুম্মা আমিন ধ্বনিতে অভাবিত এক আবহ তৈরী হয়।
এদিকে, ৭ সফর বিশ্বওলী কেবলাজান ছাহেবের পবিত্র বেছালত (ওফাত) দিবস স্মরণে দুই দিনব্যাপী পবিত্র ফাতেহা শরীফে সারা দেশ থেকে ব্যাপক বাস, ট্রলার, লঞ্চ ও অন্যান্য বাহনের কাফেলা নিয়ে খোদা অন্বেষী নারী-পুরুষ সমবেত হন বিশ্ব জাকের মঞ্জিলে।
দু’দিনের শোকঘন এ অনুষ্ঠানে ওয়াক্তিয়া নামাজের সাথে নফল ইবাদত বন্দেগী, তেলাওয়াতে কালামে নিশীর শেষ ভাগে পাক, দফায় দফায় মিলাদ মাহফিল ও বিশেষ মুনাজাত, মোরকাবা মোশাহেদা ও জেকের আসকার, রহমতের সময় পরম করুনাময় আল্লাহতায়ালা ও রাসুলে পাক (সা:) এর স্মরণে রোনাজারী, বিশ্ব নবীর (সা:) আদর্শে বিশ্ব মানবের অবারিত শান্তি ও অর্থবহ জীবন সংস্কৃতি রচনায় বিশ্বওলীর মহাশ্বাশত কর্মধারা আলোকপাত করে ওয়াজ নসিহত করা হয়।
অনুষ্ঠানে বিশ্বওলী কেবলাজান ছাহেবের আধ্যাত্মিক প্রতিনিধি পীরজাদা আলহাজ্জ খাজা মাহপুযুল হক মুজাদ্দেদী ছাহেব ও পীরজাদা আলহাজ্ব খাজা মোস্তফা আমীর ফয়সল মুজাদ্দেদী ছাহেব সমবেতদের কয়েক দফা সাক্ষাত দান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।