Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নেদারল্যান্ডসের রানী বেট্রিক্সের সাথে র্ডপ প্রতিনিধির সাক্ষাৎ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

নেদারল্যান্ডের রানী বেট্রিক্স এর সাথে সাক্ষাত করেছেন বাংলাদেশের বেসরকারী সংস্থা র্ডপ এর গবেষণা পরিচালক মোহাম্মদ যোবায়ের হাসান। সম্প্রতি নেদারল্যান্ডের রাজধানী অমস্টার্ডামে আন্তর্জাতিক দাতা সংস্থা সিমাভির নতুন অফিস উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের রানী বেট্রিক্স। উক্ত অনুষ্ঠানে বিশ্বের কয়েকটি দেশের মধ্যে বাংলাদেশ থেকে একমাত্র আমন্ত্রীত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ যোবায়ের হাসান। রানী বেট্রিক্স এ সময় মোহাম্মদ যোবায়ের হাসানের সাথে হাসৌজ্জলভাবে কথা বলেন এবং বাংলাদেশ তথা র্ডপ এর স্বাস্থ্যগ্রাম, বাজেট মনিটরিংসহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্পর্কে অবহিত হন।
এ সময় রানী বলেন, এখনও সারা বিশ্বে নারীরা পিছিয়ে আছে। এখন মেয়েদের ঋতুকালীন স্বাস্থ্য ব্যবস্থাপনা বিষয় নিয়ে বিভিন্নভাবে আলোচনা হচ্ছে, এটি একটি ইতিবাচক দিক। প্রায় ১৯ হাজার ছাত্রীর ঋতুকালনি ব্যবস্থাপনায় র্ডপ ও সিমাভির যৌথ উদ্যোগের ভ‚য়সী প্রসংসা করেন। রানী বেট্রিক্স, টেকসই উন্নয়ন অভীষ্ট লক্ষ্য (এসডিজি) অর্জনে পানি, স্যানিটেশন ও হাজিন বিষয়কে বিশেষ গুরুত্ব দিয়ে তৃণমূল পর্যায়ে কার্যক্রম বাস্তবায়ন করার জন্য জনাব যোবায়ের হাসানের প্রতি আহবান জানান।
অনুষ্ঠানে সিমাভির ব্যবস্থাপনা পরিচালক মিসেস এরিয়েট ব্রæয়ার, আন্তর্জাতিক কর্মসূচী পরিচালক ইয়াট ভেন গ্যালেন, নেদারল্যান্ড পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাউথ এশিয়ান কো-অর্ডিনেটর ইউরিস জিরেনসহ ডাচ উদ্ধতন কর্মকর্তা ও নেদারল্যান্ড উন্নয়ন সংগঠনের পরিচালকরা উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ