Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিরোনাম প্রত্যাহার ও র‌্যাবের বক্তব্য

| প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

গতকাল রোববার দৈনিক ইনকিলাবের প্রথম পৃষ্ঠায় “জঙ্গিবাদ ভারত থেকে আমদানি হয়েছিল--র‌্যাব ডিজি” শিরোনামে প্রকাশিত সংবাদটিতে ভুল শিরোনাম ব্যবহার করা হয়েছে। প্রকৃতপক্ষে রাজশাহীতে র‌্যাবের ডিজি বলেছিলেন, ‘জঙ্গিবাদ আমাদের দেশের নয়, এটা বিজাতীয়’। ইনকিলাব কর্তৃপক্ষ এ ধরনের ভুলের জন্য দুঃখ প্রকাশ করে শিরোনামটি প্রত্যাহার করে নিচ্ছে।
অন্যদিকে গতকাল “জঙ্গিবাদ ভারত থেকে আমদানি হয়েছিল--র‌্যাব ডিজি” শিরোনামে প্রকাশিত সংবাদের ব্যাখ্যা দেয়া হয়েছে র‌্যাবের পক্ষ থেকে। র‌্যাব মহাপরিচালকের পক্ষে লিগ্যাল এন্ড মিডিয়া উইং-এর পরিচালকের ব্যাখ্যায় বলা হয়েছে, গত ২৮ অক্টোবর রাজশাহী পুলিশ লাইনস স্কুল মাঠে রাজশাহী মহানগর পুলিশ কর্র্তৃক আয়োজিত পুলিশিং কমিউনিটি দিবস উপলক্ষে সভায় র‌্যাবের ডিজি বলেছিলেন, জঙ্গিবাদ আমাদের দেশের নয়, এটা বিজাতীয়। এই তত্তে¡ তিনি বাংলাদেশে জঙ্গিবাদ প্রবেশের পর্যায়ক্রমে বিভিন্ন দেশের নাম উল্লেখ করেছেন। তিনি তদানীন্তন পূর্ব পাকিস্তানে পশ্চিম বাংলার মার্কসবাদী সন্ত্রাসী আন্দোলনের প্রভাব, আফগান যুদ্ধের সূত্রে হুজির উদ্ভব এবং শায়খ আব্দুর রহমানের মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের মাধ্যমে মধ্যপ্রচ্যের জঙ্গি সংযোগ এবং সর্বশেষ পহেলা জুলাই ২০১৬-এর ক্ষেত্রে ইন্টারনেট প্রভাব ইত্যাদি। তিনি সুনির্দিষ্টভাবে ভারতের নাম উল্লেখ করেননি। র‌্যাবের ডিজির আংশিক বক্তব্য নিজেদের মত করে সাজিয়ে শিরোনাম হিসেবে উল্লেখ করা হয়েছে বলে র‌্যাব লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালকের ব্যাখ্যায় বলা হয়েছে। -বার্তা সম্পাদক



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: র‌্যাব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ