প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বর্তমান সময়ের আলোচিত ফোক সংগীতশিল্পী রুকসার মাহবুব। নিয়মিত গাইছেন স্টেজ ও টিভিতে। দেশে-বিদেশে এবং টিভি লাইভে ফোক শিল্পী হিসেবে রুকসার পরিচিতি বেশি। স¤প্রতি সংগীতার ব্যানারে ‘ফুল গাছটি’ নামে ফোক গানের ভিডিও রিলিজ হয়েছে। গানটির শূটিং হয়েছে সিলেটের বিভিন্ন লোকেশনে। গানটির মিউজিক ডিরেক্টর ছিলেন সূচি শামস। রোকসার বলেন, এটি আমার জীবনের শ্রেষ্ঠ একটি গান। এই গানে দেশের সংস্কৃতি মিশে আছে। গতানুগতিক গানের চেয়ে এটি একটি সাঁওতালী ধাঁচের ফোক গান। গানটি জিপি মিউজিকের ¯পন্সরে হয়েছে। খুলনার মেয়ে রুকসার গান করেন ছোট বেলা থেকেই। গানের হাতেখড়ি খুলনা বেতারের ওস্তাদ পান্না লাল এবং পরবর্তিতে ঢাকায় ছায়ানটের ওস্তাদ লাভলুর কাছে। রুকসার মাহবুব বিটিভির তালিকাভ‚ক্ত শিল্পী। এ পযর্ন্ত ৩টি অ্যালবাম বের হয়েছে। তার প্রথম সলো অ্যালবাম ভালবাসার বাতি ২০০৭ সালে রিলিজ হয়। এই অ্যালবামের সুরকার ও গীতিকার ছিলেন আহমেদ রিজভী, রাজেশ, প্রদীপ সাহা, মাহমুদ জুয়েল, আজাদ মিন্টু ও সামসউদ্দিন হীরা। দ্বিতীয় ডুয়েট অ্যালবাম ভুল মানুষ ভালোবেসেছি, তৃতীয় অ্যালবাম ডিজিটাল প্রেমিক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।