রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
“পুলিশ জনতা, জনতাই পুলিশ” এই পতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় ময়মনসিংহের নান্দাইল মডেল থানা ও নান্দাইল হাইওয়ে থানা পুলিশ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত শনিবার কমিউনিটি পুলিশিং-ডে/১৭ পালন করে। শনিবার সকালে নান্দাইল মডেল থানার উদ্যোগে র্যালী উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। এতে অংশ গ্রহন করেন ১৫৪- ময়মনসিংহ -৯ নান্দাইলের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন, নান্দাইল উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, উপজেলা নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান ও নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলীসহ কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ অংশ গ্রহন করেন। র্যালী শেষে মডেল থানা প্রাঙ্গনে অফিসার ইনচার্জ সরদার মোঃ ইউনুস আলীর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খান তুহিন, বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল মালেক চৌধুরী স্বপন, মহিলা ভাইস চেয়ারম্যান হাবিবুন ফাতেমা পপি, নির্বাহী অফিসার মোঃ হাফিজুর রহমান প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।