Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাউজানের এয়াছিন শাহ্ কলেজ ময়দানে বিশাল সুন্নি কনফারেন্স

এম বেলাল উদ্দিন, রাউজান (চট্টগ্রাম) থেকে | প্রকাশের সময় : ৩০ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

ভারতের উত্তর প্রদেশ বেরেলভী শরীফের আ’লা হযরতের আওলাদ রাহনুমায়ে শরীয়ত ও তরিকত হযরতুলহাজ্ব আলামা মুহাম্মদ তৌছিফ রেজা খাঁন কাদেরী (মু.জি.আ) বলেছেন আ’লা হযরত শাহ মুহাম্মদ আহাম্মদ রেযা খাঁন বেরেলভী (রাঃ) ছিলেন নবী প্রেমের উজ্জল দৃষ্টান্ত। কারণ নবী প্রেমিকরা যদি এ মহান ব্যক্তির জীবন আর্দশ অনুসরন করেন তাহলে কোন ঈমানদার ব্যক্তি পথচ্যুত হবে না। তিনি আরো বলেন পাশাপাশি পাক ভারত উপমাহাদেশে উনবিংশ শতাব্দির শেষার্ধে মুসলমানদের দূরবস্থা থেকে উত্তরণের জন্য আ’লা হযরত (রাঃ) ঐতিহাসিক ভূমিকা পালন করেন। তিনি বলেন ভ্রান্ত মতবাদের অবাধ বিচরণ যখন সারা দুনিয়ায় ছড়িয়ে পরে, সে মুহুর্তে আ’লা হযরত (রাঃ) সহাস্রাধিক কিতাব রচনা করে যূগান্তকারী পদক্ষেপের মাধ্যমে ইসলামের প্রকৃত ধারা আহলে সুন্নাত ওয়াল জামাআতকে পুনঃ প্রতিষ্ঠা করে মুসলমানদের ঈমান আক্বিদার মজমবুতায়ন করেন।
গত শনিবার রাতে চট্টগ্রামের রাউজান হযরত এয়াছিন শাহ্ পাবলিক কলেজ ময়দানে আনজুমানে রজভীয়া তেšছিফিয়ার রাউজান উপজেলা শাখার উদ্যোগে শোহাদায়ে কারবালা স্বরণ ও আ’লা হযরত (রাঃ) ওরশ উপলক্ষে বিশাল সুন্নী কন্ফারেন্সে প্রধান মেহমানের বক্তব্যে এসব কথা বলেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের চেয়ারম্যান, লেখক ও গবেষক আলহাজ্ব আলামা এম,এ,মান্নান (মুজিআ) সভাপতিত্বে ও আল্লামা শামসুল আলম নঈমীর পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়ার আলামা আলহাজ্ব মুফতি বখতেয়ার উদ্দিন আল কাদেরী। তকরির করেন, অধ্যক্ষ আলমা আলহাজ্ব মুহাম্মদ জসীম উদ্দীন রজভী,আল্লামা আলহাজ্ব হাছান মুরাদ কাদেরী। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ আলহাজ্ব সৈয়্যদ আহসান হাবীব। এতে উপস্থিত ছিলেন পীরে তরিকত আলহাজ্ব আল্লামা আজিজুল হক রেজভী, আল্লামা ওবাইদুন নাছের নঈমী, আল্লামা হাফেজ শাহ আলম, আনজুমানের মহাসচিব সৈয়্যদ জহিরুল ইসলাম নাঈম, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইয়াছিন রেজভী, মহানগর সভাপতি মুহাম্মদ আলী সওদাগর, মহানগর অর্থ সচিব মুহাম্মদ নেজাম উদ্দিন, উপাধ্যক্ষ আল্লামা সাইদুল আলম খাকী, অধ্যাপক অহিদুল আলম জাফর, মওলানা মুহাম্মদ আলী ছিদ্দিকী, এস এম নাছির, আল্লামা ইলিয়াছ নুরী, আল্লামা শামসুল আলম হেলালী, আল্লামা ইয়াছিন হোসাইন হায়দারী, আল্লামা হাফেজ জয়নাল আবেদীন জামাল, গাউছিয়া কমিটির নেতা আহসান হাবীব চৌধুরী, অধ্যক্ষ আমির আহমদ আনোয়ারী প্রমুখ। পরে সালাতুস সালামের পর দেশ ও জাতির সমৃদ্ধি কামনা করে মুনাজাত করেন আলামা তৌছিফ রেজা খাঁন (মাঃ জিঃ আঃ)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ