পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা পরিকল্পিত উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আওয়ামী লীগের লোকেরাই এই হামলা করেছে। বিএনপি যাতে মানুষের কাছে যেতে না পারে সেজন্যই এই হামলা। কক্সবাজার যাওয়ার পথে হামলার আশঙ্কা নয়, সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন বলেও জানান তিনি। রোববার বেলা পৌনে ১২টায় চট্টগ্রাম সার্কিট হাউসের সম্মেলন কক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ফেনী থেকে চট্টগ্রাম আসার পথে খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা কারা করেছে জাতি তা দেখেছে উল্লেখ করে ফখরুল বলেন, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন বিএনপির অন্তর্কোন্দলের কারণে হামলা হয়েছে। এটি সত্য নয়। হামলার শিকার সাংবাদিকরাই ঘটনার বড় সাক্ষী। হামলাকারী কারা তা তারা দেখেছেন। এর আগে রাঙামাটিতে ত্রাণ দিতে যাওয়ার সময় রাঙ্গুনিয়াতেও আমাদের ওপর হামলা হয়েছিল। হামলাকারীদের প্রশ্রয় দেওয়া কাম্য নয়। কেউ জেগে ঘুমালে কারও কিছু করার নেই।
তিনি বলেন, বিএনপি যাতে মানুষের কাছাকাছি যেতে না পারে সে জন্যই পরিকল্পিতভাবে হামলা করা হচ্ছে, বাধা দেওয়া হচ্ছে।
তিনি বলেন বিচার বিভাগ আক্রান্ত, এখন সাংবাদিকরাও আক্রমণের শিকার হচ্ছেন। এটি অশুভ লক্ষণ, এধরনের ঘটনা কারো জন্য কল্যাণ বয়ে আনবে না। এসময় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর প্রমুখ উপস্থিত ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।