Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

হাতঘড়ি নিলামে প্রায় দুই কোটি ডলারে বিক্রি

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১:১৬ এএম

ঘড়িটি ছিলো হলিউডের মৃত অভিনেতা পল নিউম্যানের। রোলেক্স ঘড়ি। নিউ ইয়র্কে অনুষ্ঠিত এক নিলামে ঘড়িটি রেকর্ড মূল্যে বিক্রি হয়েছে। তার স্ত্রী জোয়ান উডওয়ার্ড তাকে এই ঘড়িটি উপহার দিয়েছিলেন। তারা যখন একসাথে উইনিং ছবিটি করছিলেন তখন এই ঘড়িটি তাকে উপহার দেওয়া হয়েছিলো। নিউম্যান ৮৩ বছর বয়সে ২০০৮ সালে মারা যান। কার রেসিংয়ের শখ ছিলো পল নিউম্যানের। এসময় তিনি এই ঘড়িটি ব্যবহার করতেন।

স্টেইনলেস স্টিলের তৈরি এই ঘড়িটি একজন ক্রেতা টেলিফোনে এক কোটি ৮০ লাখ ডলার দামে কিনে নেন। তার নাম প্রকাশ করা হয়নি। কিন্তু নিলামে তোলার আগে ধারণা করা হয়েছিলো যে ঘড়িটি হয়তো এক কোটি ডলারে বিক্রি হতে পারে। এর আগে কোনো হাতঘড়ি নিলামে এতো দামে কখনো বিক্রি হয়নি। তবে পাটেক ফিলিপের একটি পকেট ঘড়ি ২০১৪ সালে বিক্রি হয়েছিলো প্রায় আড়াই কোটি ডলারে।
উইনিং ছবিটিতে পল নিউম্যান অভিনয় করেছেন রেসিং কারের চালক হিসেবে। তারপর থেকেই কার রেসিং এর প্রতি তার আগ্রহ তৈরি হয়। পরে তিনি এ ধরনের একটি প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন।
স্বামীকে ঘড়িটি দেওয়ার আগে উডওয়ার্ড তাতে খোদাই করে লিখে দেন, ‘সাবধানে চালাবে, আমি’। ১৯৬৫ সালে এক মোটরবাইক দুর্ঘটনায় তিনি আহত হয়েছিলেন।
উডওয়ার্ড তাকে একটি নতুন ঘড়ি কিনে দেন ১৯৮৪ সালে আর রোলেক্স হাতঘড়িটি দিয়ে দেন তার কন্যার তখনকার বয়ফ্রেন্ড জেমস কক্সকে।
কক্স এই ঘড়িটি নিলামে তোলেন। এই বিক্রি থেকে যে অর্থ পাওয়া গেছে তার কিছুটা যাবে নিউম্যানের ওউন ফাউন্ডেশনে। পল নিউম্যান ২০০৫ সালে এই দাতব্য সংস্থাটি প্রতিষ্ঠা করেছিলেন। সূত্র : বিবিসি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ