Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ইস্যু নিয়ে ভারতের সঙ্গে আলোচনা টিলারসনের

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১:১৪ এএম

চলতি সপ্তাহে ভারত সফরকালে দেশটির নেতাদের সঙ্গে মিয়ানমারের রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। গত শুক্রবার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক ভারপ্রাপ্ত মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী অ্যালিস জি ওয়েলস এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। তিনি আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে টিলারসনের সা¤প্রতিক সফরে সফরসঙ্গী ছিলেন।

আফগানিস্তান ও পাকিস্তানে যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত বিশেষ দূত হিসেবেও দায়িত্ব পালন করছেন অ্যালিস জি ওয়েলস। শুক্রবারের সংবাদ সম্মেলনে তিনি জানান, পররাষ্ট্রমন্ত্রীর ভারত সফরে রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা হয়েছে। রোহিঙ্গাদের বাংলাদেশমুখী বিশাল স্রোতের সম্ভাব্য অস্থিতিশীল ফলাফল নিয়ে ভারতের উদ্বেগ আমরা ভাগাভাগি করে নিয়েছি।
অ্যালিস জি ওয়েলস বলেন, যুক্তরাষ্ট্র মনে করে রাখাইনের মানুষের সুরক্ষা নিশ্চিত করা বার্মিজ সরকারের দায়িত্ব।
এদিকে শুক্রবার মার্কিন সিনেটে প্রতিনিধিত্বকারী একদল রিপাবলিকান ও ডেমোক্র্যাট সিনেটর রোহিঙ্গা ইস্যু নিয়ে টিলারসনের দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় তারা বার্মাকে আবারও ধর্মীয় স্বাধীনতা ইস্যুতে ‘বিশেষভাবে উদ্বেগজনক রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত করার আহŸান জানান।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর কাছে লেখা এক চিঠিতে চার সিনেটর বলেন, বার্মার নিরাপত্তা বাহিনী শত শত রোহিঙ্গা মুসলিমের ওপর হত্যাকাÐ চালিয়েছে। অর্ধলাখ মানুষকে বাংলাদেশে পালিয়ে গিয়ে শরণার্থীর জীবনযাপনে বাধ্য করেছে। একটা মানবিক দুর্যোগ তৈরি করা হয়েছে; যাকে জাতিসংঘ জাতিগত নিধন হিসেবে আখ্যা দিয়েছে।
চিঠিতে বলা হয়, আমরা বার্মাকে ধর্মীয় স্বাধীনতা ইস্যুতে ‘বিশেষভাবে উদ্বেগজনক রাষ্ট্র’ হিসেবে তালিকাভুক্ত করার পক্ষপাতী। যুক্তরাষ্ট্রের নীতি অনুযায়ী এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণে আপনার প্রতি আহŸান জানাচ্ছি। চিঠিতে স্বাক্ষর করা চার সিনেটর হলেন বব মেনেন্ডেজ, মার্কো রুবিও, ক্রিস কুন্স, টড ইয়াং, জেফ মার্কলে এবং জেমস ল্যাঙ্কফোর্ড। সূত্র : ওয়েবসাইট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ