Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যাংকগুলোকে শিক্ষায় বরাদ্দ বাড়ানোর আহ্বান গভর্নরের

| প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : ব্যাংকগুলোকে সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) খাতের আওতায় শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বাংলাদেশ ব্যাংক গর্ভনর ড. ফজলে কবির। তিনি বলেছেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত। তাদের মেধা আমাদের চেয়েও বেশি, কিন্তু সুযোগের অভাবে সঠিক বিকাশ ঘটে না। তাদের মেধার বিকাশে ব্যাংকগুলোর উচিত শিক্ষায় বরাদ্দ বাড়ানো। গতকাল রাজধানীতে মার্কেন্টাইল ব্যাংক আব্দুল জলিল শিক্ষাবৃত্তি-২০১৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- মার্কেন্টাইল ব্যাংকের চেয়ারম্যান একেএম সাহিদ রেজা, মার্কেন্টাইল ব্যাংকের ফাউন্ডেশন চেয়ারম্যান শহিদুল আহসান, ব্যবস্থাপনা পরিচালক কাজী মসিহুর রহমান প্রমূখ।
গভর্নর বলেন, আজকের মেধাবী শির্ক্ষার্থীরাই একদিন দেশ পরিচালনায় অংশ নেবে। তাদের প্রতি সব ব্যাংকগুলোকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। এটা আমাদের সকলের দায়িত্ব, রাষ্ট্রের একার নয়। তিনি বলেন, সামাজিক দায়বদ্ধতার সহযোগিতা কোনো করুনা নয়, শিক্ষার্থীদের অধিকার।
রোহিঙ্গাদের সহায়তায় এগিয়ে আসার আহবান জানিয়ে কেন্দ্রীয় ব্যাংক গর্ভনর বলেন, ২০১৭ সালের আমাদের সামনে কয়েকটি চ্যালেঞ্জ এসে দাঁড়িয়েছে।এর মধ্যে- হাওর অঞ্চলসহ বেশ কিছু জেলার বন্যায় ক্ষয়ক্ষতি, স¤প্রতি রোহিঙ্গা শরনার্থী চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবেলায় আমরা সব সময় উদ্যোগী।
তিনি বলেন, আমি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে বলেবো-আপনারা রোহিঙ্গাদের প্রতি সাহায্যের হাত বাড়ান। শিক্ষার বরাদ্দ ঠিক রেখে প্রয়োজনে সিআরএস খাতের অন্য বরাদ্দ কমিয়ে তাদের সাহায্য করুন। অনেকে সেখানে গেছেন-আমি দেখেছি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ