Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বর্তমান পরিস্থিতিতে পীর-ওলামা-মাশায়েখকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে -পীর সাহেব, মশুরীখোলা দরবার

| প্রকাশের সময় : ২৯ অক্টোবর, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : মশুরীখোলা দরবারের প্রতিষ্ঠাতা হযরত শাহ্ আহসানুল্লাহ (রহঃ) এর ৯২তম ইসালে সাওয়াব ও হযরত শাহ্ আহসানুল্লাহ (রহঃ) কমপ্লেক্সের অধিভুক্ত হাফিজিয়া মাদরাসাসমূহের হাফেজ ছাত্রদের দিস্তারবন্দি (পাগড়ি প্রদান) মাহফিল অনুষ্ঠিত হয়। দরবার শরীফের বর্তমান পীরের সভাপতিত্বে মাওলানা মোঃ আব্দুল হাইয়ের উপস্থাপনায় আলোচনায় অংশগ্রহণ করেন দারুল উলূম আহসানিয়া কামিল মাদরাসার প্রিন্সিপাল আল্লামা আলহাজ্ব মুফতি কে,এ,জেট,এম,হেলাল উদ্দীন ও আরবী প্রভাষক মাওলানা আবুল বাশার এবং ঢাকা দেরিয়া তৈয়্যবিয়া আলিয়া মাদরাসার সিনিয়র মুদাররিস মুফতি নাজমুস সায়াদাত ফয়েজি। আরো উপস্থিত ছিলেন চট্রগ্রাম বেতাগী আস্তানার মাওলানা গোলামুর রহমান আশরাফ শাহ ও নিজ পানুয়া দরবারের পীর সৈয়দ গোলাম জিলানী প্রমুখ।
সভাপতির বক্তব্য ও আখেরী মোনাজাত পরিচালনা করেন হযরত শাহ আহসানুল্লাহ (রহঃ) কমপ্লেক্সের মোতাওয়াল্লী পীর আল্লামা আলহাজ্ব হযরত শাহ মুহাম্মদ আহছানুজ্জামান (মা:জি:আ:)। তিনি তার বক্তব্যে বর্তমান পরিস্থিতিতে সকল আহলে সুন্নাত ওয়াল জামায়াতের ওলামায়ে কিরাম ও পীর মাশায়েখদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। তিনি মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মার শান্তি কামনা করেন এবং রোহিঙ্গা মুসলমানদের জান-মালের হেফাজতের জন্য বিশেষ দোয়া করেন। মাহফিলে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ