বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : ফরিদপুরে পুলিশের উপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে গ্রেপ্তার আতংকে অনেক নেতাই ফরিদপুর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে। গত শুক্রবার রাত ১০টার দিকে শহরের পূর্ব খাবাসপুর এলাকাস্থ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে মিরাজকে (৪৮)। রাত সাড়ে ১০টার দিকে শহরের ভাটিল²ী এলাকাস্থ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জেলা ছাত্রদলের এক নম্বর সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন ওরফে সনেটকে (২৪)। গ্রেপ্তারকৃত ওই দুই নেতাকে দেখতে রাত সাড়ে ১১টার দিকে থানায় গেলে গ্রেপ্তার করা হয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া ওরফে স্বপনকে (৪৯)। এ আগে পুলিশের দায়ের করা এ মামলায় গ্রেপ্তার করা হয় জেলা ছাত্রদল সভাপতি বেনজীর আহমেদ (৩৯), জেলা ছাত্রদলের যুগ্ন সাধারণ সম্পাদক আদনান হোসেন ওরফে অনু (৩২) ও ছাত্রদল কর্মী নেতা প্লাবন শেখ (২৭)কে।
প্রসঙ্গত গত মঙ্গলবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১০টার দিকে শহরের ভাঙ্গা রাস্তার মোড়ে এলাকায় বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক জিয়ার গ্রেপ্তার পরোয়ানার প্রতিবাদের এক সংক্ষিপ্ত সমাবেশে পুলিশের সাথে ছাত্রদলের নেতা-কর্মীদের কথা কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে।
এ ঘটনায় মঙ্গলবার রাতে ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) অসিম মন্ডল বাদী হয়ে পুলিশের উপর হামলা ঘটনায় জেলা ছাত্রদল সভাপতি বেনজির ও কয়েকজনের নাম উল্লেখসহ ৪০ জনকে আসামি করে একটি মামলাদায়ের করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক বেল্লাল হোসেন জানান, পুলিশের দায়ের করা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে বিএনপি, যুবদল ও ছাত্রদলের ওই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে।এই গণগ্রেপ্তারের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কেন্দ্রীয় যুবদলের নেতা মাহবুবুল হাসান পিংকু, জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক রাজেন্দ্র কলেজের সাবেক ভিপি এ্যাডভোকেট জসীম উদ্দিন মৃধা, কৃষক দলের আইন বিষয়ক সম্পাদক আনিসুর রহমান, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন খান পলাশ প্রমুখ। গ্রেপ্তারকৃত নেতাদের নি:শর্ত মুক্তির দাবী করেন তারা, অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষণা দেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।